Advertisement
Advertisement
IIEST Shibpur

আইআইইএসটি শিবপুরে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

ইন্টারভিউতে অংশ নেওয়ার আগে জেনে নিন খুঁটিনাটি।

IIEST Shibpur inviting applications from eligible candidates for the post of Jr. Research Fellow at CHST
Published by: Sayani Sen
  • Posted:April 10, 2024 9:26 pm
  • Updated:April 10, 2024 9:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইআইইএসটি শিবপুর। জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউতে অংশ নেওয়ার আগে জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

কারা আবেদনের যোগ্য?
এম টেক করা থাকলে ইন্টারভিউতে অংশ নিতে পারেন।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩২ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।

[আরও পড়ুন: গত ১০ বছরের নিরলস পরিশ্রম, সাফল্যের আরেক নাম সিকম স্কিলস ইউনিভার্সিটি]

বেতন:
এই শূন্যপদে চাকরিজীবীরা প্রতি মাসে ৩৯ হাজার ৩৭০ টাকা বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
ইন্টারভিউতে অংশ নেওয়ার জন্য ই-মেলের মাধ্যমে আবেদন করতে হবে। ই-মেল আইডিটি হল: [email protected].

কবে হবে ইন্টারভিউ:
এখনও ইন্টারভিউয়ের দিনক্ষণ স্থির হয়নি। আবেদনকারীকে ই-মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

[আরও পড়ুন: মোটা বেতনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ