সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টম শ্রেণি অথবা মাধ্যমিক উত্তীর্ণ? তাহলে চাকরি পেতে পারেন ভারতীয় ডাকবিভাগে। নিয়োগ করা হচ্ছে চেন্নাই ও তামিলনাড়ুর জন্য। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ -৩৫
স্টাফ কার ড্রাইভার- ২৫
এম.ভি মেকানিক-৫
কপার ও টিনস্মিথ-১
পেইন্টার-১
টায়ারম্যান-১
এম.ভি ইলেকট্রিশিয়ান
বেতন – ২০০০০-৬৫০০০
শিক্ষাগত যোগ্যতা (স্টার কার ড্রাইভার)- দশম শ্রেণি উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন। তবে কমপক্ষে ৩ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- ১ জুলাই ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা (এম. ভি মেকানিক) – অষ্টম শ্রেণি পাশরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ১ জুলাই ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা (কপার ও টিনস্মিথ) – অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা কারগরি ইনস্টিটিউশানের শংসাপত্র থাকলে আবেদন করতে পারবেন। নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- ১ জুলাই ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা (পেইন্টার)- এক্ষেত্রেও অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা কারগরি ইনস্টিটিউশানের শংসাপত্র থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ১ জুলাই ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা (টায়ারম্যান) – অষ্টম শ্রেণি পাশরা আবেদন করতে পারবেন এই পদে।
বয়সসীমা- ১ জুলাই ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা (এম.ভি ইলেকট্রিশিয়ান) – অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা ট্রেড সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র পাঠাতে হবে (The Senior Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai- 600006)এই ঠিকানায়। দিতে হবে শিক্ষাগত যোগ্যতার, জাতি, বয়স ও অভিজ্ঞতার শংসাপত্র। খামের উপর লিখতে হবে ‘“APPLICATION FOR THE POST OF _______ IN MAIL MOTOR SERVICE, CHENNAI 600006”।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২৬ মে ২০২১
তাহলে আর দেরি কেন? এখুনি আবেদন করুন আপনিও। তবে তার আগে দেখে নিন ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.