Advertisement
Advertisement
ভারতীয় ডাকবিভাগ

ন্যূনতম মাধ্যমিক পাশে মিলতে পারে ডাকবিভাগে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ১৮ মার্চের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

India Post, West Bengal Circle invites application for Gramin Dak Sevak
Published by: Sayani Sen
  • Posted:February 19, 2020 7:08 pm
  • Updated:February 19, 2020 7:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ। গ্রামীণ ডাক সেবক হিসাবে ২০২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন ১৮ মার্চ।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আঞ্চলিক ভাষায় লিখতে, বলতে এবং পড়তে পারার দক্ষতা থাকা বাঞ্ছনীয়।
৩. যেকোনও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে অন্ততপক্ষে ৬০ দিনের কোর্সের সার্টিফিকেট থাকা প্রয়োজন।
৪. আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালানো জানতেই হবে।

আবেদনকারীর বয়সসীমা:
১৮ ফেব্রুয়ারি, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) প্রার্থীর ৩ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন।

[আরও পড়ুন: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

আবেদনের পদ্ধতি:
এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। আগামী ১৮ মার্চের মধ্যে আবেদনই গ্রাহ্য করা হবে।

আবেদনের ফি:
এই শূন্যপদে আবেদনের জন্য ১০০ টাকা করে ফি জমা দিতে হবে। তবে মহিলা, তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের আবেদনে ফি লাগবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আবেদনকারীদের মেধাতালিকা তৈরি করা হবে। তার ভিত্তিতেই ইন্টারভিউয়ের পরই হবে প্রার্থী নিয়োগ।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে বেতন হিসাবে ১০ হাজার থেকে ১৪ হাজার ৫০০ টাকা পাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ