সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইটিআইয়ের শংসাপত্র রয়েছে? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রচুর নিয়োগ করছে ভারতীয় বায়ুসেনা। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
শূন্যপদ – ১৫১৫ (গ্রুপ সি সিভিলিয়ান পদ)
স্টেনোগ্রাফার – ৩৯
সিনিয়র কম্পিউটার অপারেটর – ২
স্টোর- ৬৬
লোয়ার ডিভিশন ক্লার্ক- ৫৩
হিন্দি টাইপিস্ট- ১২
স্টোর কিপার-১৫
সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার – ৪৯
রাঁধুনী- ১২৪
পেইন্টার-২৭
ওয়ার্ড সহায়িকা – ২৪
হাউসকিপার- ৩৪৫
মেস স্টাফ- ১৯০
মাল্টি টাস্কিং স্টাফ – ৪০৪
(এছাড়াও একাধিক পদে কর্মী নেবে বায়ুসেনা।)
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, যাঁদের আইটিআইয়ের শংসাপত্র রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা – আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
নিয়োগের পদ্ধতি- যাঁদের আবেদনপত্র শর্টলিস্টেড হবে তাঁদের লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার আসল নথি, ফোটোকপি ও আবেদনপত্র। পরীক্ষায় ‘জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং’, ‘নিউমেরিকাল অ্যাপটিটিউড’, ‘জেনারেল ইংলিশ’ এবং ‘জেনারেল অ্যাওয়ারনেস’-এর উপর প্রশ্নপত্র থাকবে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহীপ্রার্থীরা এই লিংকে আবেদনের আরও বিস্তারিত তথ্য পাবেন। বায়ুসেনার তরফে জারি করা নিয়োগের বিজ্ঞপ্তিতে থাকা ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র। সঙ্গে অবশ্যই দিতে হবে শিক্ষাগত যোগত্যার সমস্ত শংসাপত্র। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২ মে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.