সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি মাধ্যমিক (Madhyamik Exam) উত্তীর্ণ? বহু চেষ্টা করেও সরকারি চাকরি মেলেনি? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রচুর কর্মী নিয়োগ করবে Indian Air Force। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। নম্বর -10801/11/0012/2122। কোন কোন পদে নিয়োগ? কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন বিস্তারিত। চটপট করে ফেলুন আবেদন।
মোট শূন্যপদ-৮৫
Supdt (স্টোর) – ১৫
হিন্দি টাইপিস্ট – ০৩
লোয়ার ডিভিশন ক্লার্ক-১০
স্টোর কিপার- ০৩
সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার-০৩
রাঁধুনী (অর্ডিনারি গ্রেড)-০৫
পেইন্টার-০১
কারপেন্টার-০৩
হাউস কিপিং-১৫
মেস স্টাফ-০৯
মাল্টি টাস্কিং স্টাফ-১৮
বেতন- উপরিউক্ত পদে নিযুক্তদের বেতন হবে ১০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।
আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ- ২৩ আগস্টের মধ্যে আবেদন পত্র পৌঁছতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণরা উপরিক্ত পদে আবেদন করতে পারবেন। (বিস্তারিত পাবেন India Air Force-এর ওয়েবসাইটে।)
আবেদনকারীর বয়স- আবেদনের শেষ তারিখে বয়স হয়ে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে নিয়ম অনুযায়ী তফশিলি জাতি-উপজাতি ক্ষেত্রে ৫ বছর ছাড় মিলবে। ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০ বছর ছাড়।
কীভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীদের যাবতীয় শংসাপত্র পাঠাতে হবে ডাকযোগে। খামের উপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF _____ AND CATEGORY_____”। আবেদন পত্র পাঠানোর ঠিকানা পাবেন উপরের ফর্মে। এছাড়া আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন এয়ার ফোর্সের ওয়েবসাইটে ()।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.