সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের বিরাট সাফল্যের পর এবছরেও ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতায় আয়োজন করেছে ‘ইনোফিউশন ২.০’। পূর্ব ভারতে এই প্রথম কোনও শিক্ষাপ্রতিষ্ঠান এত বড় পরিসরে সফটওয়্যার ও হার্ডওয়্যার হ্যাকাথন ইভেন্টের আয়োজন করল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এআই ও এমএল) বিভাগের উদ্যোগে এই হ্যাকাথন আয়োজন করা হয়েছিল।
ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন ২৪টি নির্বাচিত দল। এর মধ্যে ১২টি দল রাজ্যের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, ৫টি দল ইউইএম কলকাতা থেকে ও ৭টি দল পশ্চিমবঙ্গের বাইরে থেকে নির্বাচিত হয়েছে।
কেমব্রিজ ইনস্টিটিউট অফ টেকনোলজি নর্থ ক্যাম্পাস (কর্ণাটক), গ্রাফিক এরা হিল ইউনিভার্সিটি ভীমতাল, নৈনিতাল (উত্তরাখণ্ড), ভিআইটি ভোপাল ইউনিভার্সিটি (মধ্যপ্রদেশ), নেহরু ইনস্টিটিউট অফ টেকনোলজি (তামিলনাড়ু), সিকিম মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (সিকিম), চেন্নাই ইনস্টিটিউট অফ টেকনোলজি, মালয়ামবাক্কম (তামিলনাড়ু), এবং আইটিইআর এসওএ ইউনিভার্সিটি (ওড়িশা) প্রভৃতি প্রতিষ্ঠান এই ইনোফিউশন ২.০ ইভেন্টে অংশ নেয় বলে জানা যাচ্ছে।
ইউইএম কলকাতার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইউইএম এর উপাচার্য ড. সজল দাশগুপ্ত, সহ-উপাচার্য ড. সত্যজিৎ চক্রবর্তী, আইকিউএসি, ইউইএম, কলকাতার ডিরেক্টর ড. রাজর্ষি পাল ও আরও বিশিষ্টজনেরা।
মাত্র ৩০ ঘন্টার মধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা প্রোগ্রামার, ডিজাইনাররা ও প্রযুক্তি অভিজ্ঞরা দলবদ্ধ ভাবে কাজ করে নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার তৈরি করে দেন। এই হ্যাকাথন ভারতে প্রযুক্তির অগ্রগতি ও উদ্ভাবনে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ প্রভাব রাখবে বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.