প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি স্নাতক উত্তীর্ণ? সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। কেন্দ্রীয় সরকারের অধীনে ইনটেলিজেন্স ব্যুরোতে ৩০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করবেন কীভাবে? শেষ তারিখ কবে? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।
মোট শূন্যপদ- ৩৭১৭
পদ- সহকারি সেন্ট্রাল ইনটেলিজেন্স অফিসার, গ্রেড III
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারে বেসিক জ্ঞান থাকা আবশ্যক।
আবেদনকারীর বয়স- বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হলে তবেই এই পদে আবেদন করতে পারবেন। তবে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা।
আবেদনের পদ্ধতি- ইনটেলিজেন্স ব্যুরোর অফিশিয়াল ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য- ৫৫০ টাকা
নিয়োগ পদ্ধতি- প্রথমে ২ ধাপে লিখিত পরীক্ষা হবে। তাতে পাশ করলে পরবর্তী ধাপের জন্য ডাক পাবেন।
বেতন- এই পদে নিযুক্তরা প্রতিমাসে পাবেন কমবেশি ৪৫ হাজার টাকা।
আবেদনের শেষ তারিখ- ১০ আগস্ট, ২০২৫।
আবেদনের পূর্বে অবশ্যই ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি বিস্তারিত দেখে নেবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.