Advertisement
Advertisement
LIC Housing Finance Associate

মাস্টার্স ডিগ্রি থাকলেই মিলতে পারে মোটা বেতনের চাকরি, আজই আবেদন করুন

জেনে নিন আবেদনের পদ্ধতি।

LIC Housing Finance Limited invites online application for the posts of Associate ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 27, 2021 6:02 pm
  • Updated:May 27, 2021 6:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এলআইসি হাউসিং ফিনান্স লিমিটেড (LIC Housing Finance Limited)। আগ্রহী প্রার্থীরা আামী ৭ জুনের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
৫৫ শতাংশ নম্বর-সহ সোশ্যাল ওয়ার্ক/রুরাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা:
ন্যূনতম ১ বছর একই পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি, আবেদন করতে ভুলবেন না]

বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৩ থেকে ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ দিন:
আগামী ৭ জুনের মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

বিঃদ্রঃ-

  • নির্বাচিত প্রার্থীদের দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, ভোপাল অথবা মুম্বইতে নিয়োগ করা হবে।
  • প্রথম ৬ মাস প্রবেশন পিরিয়ড থাকবে। প্রয়োজনে তা এক বছর পর্যন্ত হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ