Advertisement
Advertisement
নাইসেড

স্নাতকোত্তর হলেই মিলতে পারে নাইসেডে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Technical Officer Jobs in NICED, Kolkata
Published by: Sayani Sen
  • Posted:September 7, 2020 5:49 pm
  • Updated:September 7, 2020 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছেন সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নাইসেড (National Institute of Cholera and Enteric Diseases)। টেকনিক্যাল অফিসার পদে আপাতত কর্মী নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিতে বর্তমানে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেন। চলুন এবার আবেদন সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
মেডিক্যাল ভাইরোলজি/ মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ জীবন বিজ্ঞানে স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

আবেদনকারীর অভিজ্ঞতা:
মলিকিউলার ডায়গনস্টিক ল্যাবরেটরিতে মেডিক্যাল মাইক্রোবায়োলজি/ ইমিউনোলজিক্যাল ল্যাবরেটরি পদ্ধতিতে কমপক্ষে ২ বছর আবেদনকারীর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
২১ সেপ্টেম্বর ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৬২ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: স্নাতক হলেই IBPS-এর মাধ্যমে মিলতে পারে ব্যাংকে চাকরির সুযোগ, আজই আবেদন করুন]

বেতন:
প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
বায়োডেটা-সহ আবেদনপত্র এবং তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতার সার্টিফিকেট নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
দ্য ডিরেক্টর, আইসিএমআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিসিসেস, পি-৩৩, সিআইটি রোড, স্কিম-এক্সএম বেলেঘাটা, কলকাতা ৭০০০১০।

এছাড়াও আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে //www.niced.org.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: একশো দিন ৯ ঘণ্টা করে ঘুমোলেই মিলবে এক লক্ষ টাকা! সুখের চাকরি করবেন নাকি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement