Advertisement
Advertisement
Indian Air Force

মাধ্যমিক পাশেই ভারতীয় বায়ুসেনায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

Tenth standard qualified can apply for Indian Air Force। Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 21, 2022 4:19 pm
  • Updated:October 21, 2022 4:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর বায়ু (নন কমব্যাটেন্ট) পদে কয়েক হাজার কর্মী নিয়োগ। বারাকপুর ও পানাগড় এয়ারফোর্স স্টেশনের জন্য কুক, ওয়েটার, সাফাইওয়ালা, লস্কর, ওয়াশারআপ, ওয়াটার কেরিয়ার, মুচি, টেলর ও ওয়াচম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ যুবকেরা আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়সসীমা:
১৯৯৯ সালের ডিসেম্বর থেকে ২০০৫ সালের জুন তারিখের মধ্যে যাঁরা জন্মেছেন, তাঁরাই আবেদন করতে পারেন।

আবেদনকারীর শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৫২.৫ সেন্টিমিটার
বুকের ছাতি: ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকা দরকার।
ওজন: উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে।

[আরও পড়ুন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বিঃদ্রঃ:

  • চুক্তিভিত্তিতে মোট চার বছরের চাকরি। শুরুতে ছ’মাসের ট্রেনিং। ট্রেনিং চলার সময় পাওয়া যাবে স্টাইপেন্ড।
  • আগামী ২৫ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ