সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের ২৩ আগস্ট। দিনটি ছিল জাতীয় মহাকাশ দিবস। আর এ দিনেই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর তৈরি চন্দ্রযান ৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণ করেছিল।
সেই ঐতিহাসিক সাফল্যের উদযাপন করল এডুডাইম স্টেমপাওয়ার্ড। স্কুল পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করতে এই নয়া উদ্যোগ। দেশের অন্যতম বৃহৎ মহাকাশভিত্তিক আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা “স্টেলার স্পেস কুইজ ২০২৫”-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল রাজারহাটের আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে।
খড়গপুর আইআইটি-র প্রাক্তনীদের নিয়ে গঠিত এডুডাইম স্টেমপাওয়ার্ড এর উদ্যোগে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষ বিদ্যালয়ের নির্বাচিত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও রাজীব আগরওয়াল বলেন, “এটি ভারতের প্রথম বৃহৎ মহাকাশভিত্তিক ন্যাশনাল স্কুল কুইজ। আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও উৎসাহী হোক।” এই কুইজ প্রতিযোগিতায় প্রায় ১০ লক্ষাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.