Advertisement
Advertisement
AdComSys 2025

UEM-এর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন, ‘AdComSys 2025’ মেলে ধরল সাফল্যের কথা

৪৫টি গবেষণাপত্র অনুষ্ঠানে উপস্থাপনার জন্য নির্বাচিত করা হয়।

UEM's second international conference 'AdComSys 2025' confirms their success
Published by: Buddhadeb Halder
  • Posted:June 27, 2025 2:55 pm
  • Updated:June 27, 2025 2:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার নিউটাউনে চলছে UEM-এর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ‘সিএসটি’ ও ‘সিএসআইটি’ বিভাগ দুটি তাদের সাফল্য মেলে ধরল ‘AdComSys 2025’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে। ২৬ ও ২৭ জুন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতার নিউটাউন ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনের জন্য পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছিল। পরে জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ থেকে বাড়িয়ে ১০ এপ্রিল করা হয়। এই সময়সীমার মধ্যে ভারত ছাড়াও মরক্কো, বেলজিয়াম, স্পেন, কাজাখস্তান-এর মতো বিভিন্ন দেশ থেকে ২৬৫টিরও বেশি গবেষণাপাপত্র জমা পড়ে।

জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের গবেষকদের নিয়ে গঠিত একটি পর্যালোচনা দল গবেষণাপত্রগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। ‘AdComSys 2025’-এর আন্তর্জাতিক কারিগরি কমিটির বিশেষজ্ঞদের দ্বারা চূড়ান্ত পর্যালোচনার পর ৪৫টি গবেষণাপত্র অনুষ্ঠানে উপস্থাপনার জন্য নির্বাচিত করা হয়। সম্মেলনের কার্যবিবরণী ‘লেকচার নোটস ইন নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস(LNNS)’ শিরোনামে প্রকাশিত হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স-এর ডিরেক্টর অধ্যাপক ডঃ গৌতম ভট্টাচার্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডঃ মহুয়া হোম চৌধুরী (সিনিয়র সায়েন্টিস্ট এন্ড নোডাল অফিসার, পেটেন্ট ইনফর্মেশন সেন্টার) সম্মানীয় অতিথি হিসেবে এই কনফারেন্সে যোগ দেন। এছাড়াও মিঃ নীলাদ্রি রায় (এন্টারপ্রাইজ আর্কিটেক্ট, টাটা কনসালটেন্সি সার্ভিসেস), ডঃ রাজু হালদার (সহযোগী অধ্যাপক, আইআইটি পাটনা), ডঃ শান্তি প্রসাদ মাইতি (অধ্যাপক, আইআইইএসটি শিবপুর), ডঃ অম্লান চক্রবর্তী (অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়), ডঃ অভিষেক দাস (আলিয়া বিশ্ববিদ্যালয়), ডঃ সৌভিক সেনগুপ্ত (আলিয়া বিশ্ববিদ্যালয়) এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তা হিসেবে অংশগ্রহণ করেন।

UEM বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় দু’দিনের এই সম্মেলনে ছাত্রদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও বক্তৃতার আয়োজন করা হয়। AI, IoT, সাইবারসিকিউরিটি এবং ব্লকচেইনের মতো উন্নত প্রযুক্তির অগ্রগতিতে এই সম্মেলন বিশেষ ভূমিকা গ্রহণ করল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement