Advertisement
Advertisement

২৫০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার, আবেদন করুন এখনই

জেনে নিন আবেদনের পদ্ধতি।

Union Bank of India has declared recruitment notification for 250 posts
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 14, 2025 6:38 pm
  • Updated:August 14, 2025 6:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরি করেন? চাকরি বদলের পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আবেদনের যোগ্যতা কী? কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? বিস্তারিত জেনে আবেদন করুন এখনই।

Advertisement

মোট শূন্যপদ- ২৫০
পদ- ওয়েলথ ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতা- যে কোন সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে দুই বছরের এমবিএ/এমএমএস/পিজিডিবিএ/পিজিডিবিএম/পিজিপিএম/পিজিডিএম ডিগ্রি থাকতে হবে। তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে অন্তত তিনবছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বেতন- এই পদে নিযুক্তরা ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা মধ্যে বেতন পাবেন। এছাড়াও নিয়ম অনুযায়ী মিলবে যাবতীয় সুযোগ-সুবিধা।

আবেদনের পদ্ধতি – ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যান। অনলাইনে সেখানেই আবেদন করতে হবে। দিতে হবে যাবতীয় নথি।

নিয়োগ পদ্ধতি- প্রথমে অনলাইনে পরীক্ষা হবে। তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ – ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। 

আবেদনের পূর্বে অবশ্যই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখবেন। তারপরই আবেদন করবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ