সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ইঞ্জিনিয়ারিং পাশ? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (West Bengal Municipal Service Commission) মাধ্যমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ। সিভিল ইঞ্জিনিয়ার ৪২টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ১৩টি এবং ইলেকট্রিক্যাল ৭টি মিলিয়ে শূন্যপদ মোট ৬২টি। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। তবে আবেদনের মাধ্যমে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
শিক্ষাগত যোগ্যতা:
সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখের নিরিখে সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফশিলি জাতি, উপজাতির প্রার্থীরা ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর এবং বিশেষ ক্ষমতাসম্পন্নরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের ২০০ টাকা ফি জমা দিতে হবে। তফশিলি জাতি, উপজাতি, বিশেষ ক্ষমতাসম্পন্নদের ৫০ টাকা ফি দিতে হবে।
আবেদনের শেষ দিন:
আগামী ৬ আগস্টের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনকারীদের ওয়েবসাইটে নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.