সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থীর দিনই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল দক্ষিণ কলকাতার অন্যতম নামী পুজো চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপ। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তা বন্ধ করে দিতে হল। মেয়র ফিরহাদ হাকিমের পুজো এটি। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে চেতলার মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সুরক্ষার স্বার্থে সেখানে আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে সেকথা জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।যদিও অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষয়ক্ষতির খবর নেই এখনও পর্যন্ত। ফের কবে চেতলা অগ্রণীর মণ্ডপ খুলবে, তা ঘোষণা করা হবে। দর্শনার্থীরা এখনই মণ্ডপ দর্শন করতে পারবেন না বলে দুঃখপ্রকাশ করা হয়েছে ক্লাবের তরফে।
ফেসবুক পোস্টে চেতলা অগ্রণীর তরফে জানানো হয়েছে, ‘এক অভূতপূর্ব দুর্ঘটনার কারণে আমাদের চেতলা অগ্রণী ক্লাব প্যান্ডেল আজ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বন্ধ থাকবে। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য এটি কখন খোলা হবে তা আমরা শীঘ্রই আবার জানিয়ে দেব। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
কিন্তু ঠিক কী হয়েছে? জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে চেতলার মণ্ডপে আগুন লেগেছিল। যদিও সেই পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। কিন্তু সুরক্ষার স্বার্থে বৃহস্পতিবার দিনটি দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবছর চেতলা অগ্রণীর থিম – অমৃত কুম্ভের সন্ধানে। সাহিত্যিক সমরেশ বসুকে শ্রদ্ধা জানাতে এই ভাবনা পুজো উদ্যোক্তাদের। এখানকার প্রতিমার চক্ষুদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, তৃতীয়া থেকে সেই মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে অনেকে চেতলার পুজো দেখে এসেছেন। কিন্তু অগ্নিকাণ্ডের জেরে ২৪ ঘণ্টার মধ্যেই তা বন্ধ হয়ে গেল আপাতত। ফের কবে এই পুজো দেখা যাবে, সেই অপেক্ষায় উৎসবপ্রেমী বাঙালি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.