Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Lifestyle

চুলের যত্নে লেমনগ্রাসের উপকার জানেন? ভুলে যাবেন কেমিক্যালে ভরা শ্যাম্পু

পুজোর আগে লেমনগ্রাস ব্যবহারে সুস্থ রাখুন চুল।

Hair Care tips with lemongrass

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:August 28, 2025 6:47 pm
  • Updated:August 28, 2025 7:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে রূপচর্চায় কোনও ত্রুটি না রাখতে পার্লার থেকে শুরু করে ঘরোয়া টোটকা সবেতেই কমবেশি ভরসা রাখেন অনেকেই। অনেকেই এক্ষেত্রে বেছে নেন ভেষজ নানা উপাদান। এক্ষেত্রে বেছে নিতে পারেন লেমনগ্রাস। মনে রাখবেন লেমনগ্রাস দিয়ে বানানো চা যেমন আপনার মন-মেজাজ চাঙ্গা করে দেয় তেমনই ভালো রাখে চুলের স্বাস্থ্য। কীভাবে জেনে নিন।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, লেমনগ্রাসে রয়েছে এমন কিছু উপাদান যা আপনার চুলের স্বাস্থ্য উন্নত রাখে। খুশকি নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয় চুল পড়ার সমস্যা নিয়ন্ত্রণ করার পাশাপাশি স্ক্যাল্পে রক্তচলাচলেও সাহায্য করে।

লেমনগ্রাসে থাকা আয়রন, ম্যাগনেশিয়াম, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন সি ইত্যাদি উপাদান রয়েছে ফোলেটে। লেমনগ্রাস চুলে পিএইচ ব্যালান্স (ph)বজায় রাখতে সাহায্য করে।

লেমনগ্রাসে থাকা রয়েছে অ্যান্টিসেপটিক যা স্ক্যাল্পে যে কোনও ছত্রাকঘটিত আক্রমণ থেকে রক্ষা করে।

প্রথমে একটি পাত্রে জল গরম করে নিয়ে তাতে বেশ কয়েকটি লেমনগ্রাসের পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর আঁচ বন্ধ করে ওই পাত্রের মুখ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। এরপর ছেঁকে নিয়ে তাতে কয়েক ফোঁটা রোজমেরি ওয়েল দিয়ে মিশিয়ে নিন। চাইলে এতে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।

শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিয়ে এরপর লেমনগ্রাসের জল দিয়ে চুলটা ধুয়ে নিয়ে মাথায় ম্যাসাজ করে নিন। সপ্তাহে দু’দিন এইভাবে ব্যবহার করুন লেমনগ্রাস। পুজোর আগেই মিলবে ফল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ