Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

পুজোর আগেই রেহাই চাই চুল পড়ার সমস্যা থেকে? চটজলদি সমাধান ঘরোয়া এই তেলগুলিতে

চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে ব্যবহার করুন এই তেলগুলি।

Know how to get rid of hair fall problem before Durga Puja
Published by: Arani Bhattacharya
  • Posted:September 3, 2025 3:42 pm
  • Updated:September 3, 2025 3:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে চুল পড়ার সমস্যায় জেরবার অবস্থা থেকে রেহাই পেতে ঘরোয়া টোটকা থেকে বিভিন্ন বাজারচলতি প্রসাধনীর উপর ভরসা রাখেন অনেকেই। তবে যে কোনও প্রসাধনী ব্যবহার করে চুলের স্বাস্থ্য ভালো রাখার আগে পুজোর আগে চুল পড়া আটকাতে ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে ব্যবহার করুন এই তেলগুলি।

Advertisement

অ্যালোভেরা রূপচর্চায় এক এবং অদ্বিতীয়। চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। অ্যালোভেরা গাছের পাতা কেটে তা থেকে জেল বের করে নিন। এরপর তা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা আঁচে গরম করে নিয়ে। ঠান্ডা হয়ে এলে ভালো ভাবে চুলে ও স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন। এতে উপকার পাবেন এবং চুল পড়ার সমস্যা কমবে।

এছাড়াও, চাইলে বেশ খানিকটা নারকেল তেল, জল, ২ টেবিল চামচ মধু, ১ চা চামচ ল্যাভেন্ডার তেল ও ১-২ চা চামচ অ্যাভোকাডো তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ভালো করে ফুটে গিয়ে মিশ্রণটা ঘন হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে চুলে হালকা হাতে ম্যাসাজ করে নিন। সপ্তাহে বেশ মকয়েকদিন এভাবে চুলের যত্ন নিতে পারেন।

চুলের যত্নে জবা ফুলের জুড়ি মেলা ভার। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান চুলকে গোড়া থেকে মজবুত রাখে। আর এই জবা ফুল দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন জোজোবা অয়েল। যা চুলের স্বাস্থ্য বিশেষভাবে রক্ষা করে। বেশ খান্নিকটা নারকেল তেল, আধ কাপ আমন্ড তেল, কয়েকটি জবা পাতা ও ফুল একসঙ্গে মিশিয়ে নিয়ে ৩-৫ মিনিট গরম করে নিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর ছেঁকে একটি পাত্রে রেখে দিয়ে শাম্পু করার আগে বা সপ্তাহে যে কোনও দিন ব্যবহার করতে পারেন।

মেথি তেল দিয়েও সহজ পদ্ধতিতে আপনি চুলের যত্ন নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে বাড়তি কোনও ঝক্কি পোহাতে হবে না। পুজোর আগে চুলও হবে সুস্থ ও সতেজ। হেঁশেলে থাকা মেথি দানা ১-২ চামচ, নারকেল তেল আধ কাপ, একটা জবা ফুলের পাপড়ি, কালোজিরে, কারিপাতা একসঙ্গে ফুটিয়ে নিন। ভালো করে ফুটে গেলে তা ছেঁকে নিয়ে ঠান্ডা করে একটি পাত্রে ভোরে রেখে দিন। আপনি চাইলে সমস্ত উপকরণ-সহ এই তেল ঠান্ডা করে একটি পাত্রে ভোরে রেখে দিতে পারেন। আপনি যদি হট অয়েল ম্যাসাজন করতে চান আপনার স্ক্যাল্পে তাহলে রাতে অথবা শ্যাম্পু করার ঘন্টা দুই আগে প্রয়োজনমতো এই তেল গরম করে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নিন। পড়ে শ্যাম্পু করে ফেলুন। চুলে অন্য এক উজ্জ্বলতা দেখতে পাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ