Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Lifestyle

বর্ষায় চুলের দফারফা? পুজোর আগেই চুলের জেল্লা ফেরাতে ব্যবহার করুন গ্রিন কফি

কীভাবে এই চুলে গ্রিন কফি ব্যবহার করবেন জেনে নিন।

uses of Green coffee in hair care
Published by: Arani Bhattacharya
  • Posted:August 26, 2025 8:51 pm
  • Updated:August 26, 2025 9:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বছর ধরেই চুল পড়ার সমস্যায় জেরবার? সেই সমস্যা আরও কয়েক গুণ বাড়ে যখন বর্ষাকাল আসে। ব্যয়বহুল চিকিৎসাও সবসময় চুলের স্বাস্থ্যরক্ষা করতে পারে না। তাই বিভিন্ন প্রাকৃতিক জিনিসের উপরই ভরসা রাখেন অনেকে। এই মুহূর্তে ভীষণ ট্রেন্ডিং গ্রিন কফি দিয়ে চুলের পরিচর্যা। সামনেই পুজো। উৎসবের দিনগুলোয় চুলের জেল্লা বাড়াতে গ্রিন কফি ব্যবহার করুন।

Advertisement

কীভাবে ব্যবহার করবেন? গ্রিন কফি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় এলে তা দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। মনে রাখবেন গ্রিন কফিতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট চুলের টক্সিন দূর করতে সাহায্য করে। শুধু তাই নয় চুলের ফলিকলে পুষ্টি জোগাতেও সাহায্য করে।

এছাড়াও গ্রিন কফি গুঁড়ো করে অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিয়ে তা শ্যাম্পু করার আগে মাথায় ভালো করে ম্যাসাজ করে নিন। মাথার ত্বকে রক্ত সঞ্চালনাতেও সাহায্য করে এই উপাদান। শুধু তাই নয় এতে থাকা প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড চুল জটমুক্ত রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, হেয়ার প্যাক হিসাবেও গ্রিন কফি ব্যবহার করতে পারেন। গ্রিন কফি গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে মাথায় আধঘণ্টা মেখে তারপর শ্যাম্পু করে নিন। এতে ফল মিলবে হাতেনাতে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ