দেবীদুর্গার আরাধনার অবিচ্ছেদ্য অঙ্গ নৈবেদ্য অর্পণ। ভক্তের নৈবেদ্যতে তুষ্ট হন দুর্গতিনাশিনী। দুর্গাপুজোয় প্রতিটি নৈবেদ্যেই চাল অপরিহার্য একটি উপাদান। চাল দিয়েই অন্নভোগ রান্না হয়। তবে যেকোনও চাল দিয়ে এই নৈবেদ্য প্রস্তুত করা যায় না। চালের বিশুদ্ধতা, স্বাদ ও সুগন্ধকে প্রাধান্য দেওয়াই দস্তুর। এই পুজোয় দেবীর জন্য নৈবেদ্য হিসেবে বেছে নিন লালবাবা রাইস। শাস্ত্র মতে চালের 'অক্ষত' দানাই নৈবেদ্যে গ্রহণীয়। উৎসবে ও আনন্দে লালবাবার সঙ্গে আপনার পুজো হয়ে উঠুক আরও বেশি আনন্দময়।

×