Advertisement
Advertisement
Oindrila Sen

অঙ্কুশকে ‘গরিব’ করেছে এই নারী! ঐন্দ্রিলার নিশানায় কে?

ব্যাপারটা ঠিক কী?

Actor Oindrila Sen's post goes viral
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 24, 2025 9:13 am
  • Updated:June 24, 2025 9:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার পাওয়ার কপল অঙ্কুশ-ঐন্দ্রিলা। মাঝে মধ্যেই একসঙ্গে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন তাঁরা। বর্তমানে বিদেশ সফরে এই জুটি। তারই মাঝে সোশাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করলেন ঐন্দ্রিলা। নিজের ছবির ক্যাপশনে লিখলেন, ‘অঙ্কুশকে উচ্চ মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত বানিয়ে দেওয়া সরল সোজা সেই নারী।’

 

ব্যাপারটা ঠিক কী? সোমবার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তা দেখে অনুরাগীদের ধারণা, ব্যাংকক সফরে গিয়েছেন প্রিয় তারকা। সেই ছবির ক্যাপশনে অঙ্কুশ লিখেছিলেন, ‘উচ্চমধ্যবিত্ত দের জায়গায় এক বেমানান মধ্যবিত্ত ছেলে।’ এর কিছুক্ষণ পরই নিজের বেশ কিছু ছবি পোস্ট করেন ঐন্দ্রিলা সেন। ক্যাপশনে লেখেন, ‘অঙ্কুশকে উচ্চ মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত বানিয়ে দেওয়া সরল সোজা সেই নারী।’ নিছক রসিকতা করতেই যে এই পোস্ট তা বলাই বাহুল্য। বিদেশের মাটিতে প্রিয় তারকা জুটির ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা।

 

কিন্তু কেন নিজেকে মধ্যবিত্ত বললেন অঙ্কুশ? বিভিন্ন সাক্ষাৎকারের মাঝে বারবার দেখা গিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার খুনসুটি। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই জুটির বহু পুরনো একটি অনুষ্ঠানের একাংশ। সেখানে রসিকতা করেই অঙ্কুশ দাবি করেছেন, প্রেমিকার চাপে নাকি পকেট ফাঁকা হচ্ছে তাঁর। এদিনের ক্য়াপশনের সঙ্গে সেই ইন্টারভিউর যোগ রয়েছে বলে দাবি করছেন কেউ কেউ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement