Advertisement
Advertisement

আসছে ‘টয়লেট এক প্রেম কথা’র সিক্যুয়েল, ঘোষণা অক্ষয়ের

কী বললেন অক্ষয়?

Akshay Kumar announces Toilet Ek Prem Katha 2
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 8:59 pm
  • Updated:October 27, 2020 6:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পরই জোর সাড়া ফেলেছিল ‘টয়লেট এক প্রেম কথা’। এবার আসছে সেই ছবির সিক্যুয়েল। গতবারের মতো এবারেও ছবিতে থাকবেন অক্ষয় কুমার। ছবির দ্বিতীয় পর্বের কথা তিনিই ট্যুইটারে ঘোষণা করেছেন।

Advertisement

শনিবার একটি ট্যুইট করেছেন অক্ষয়। সেখানে তিনি লিখেছেন, “এবার বদলাবে গোটা দেশ।” ট্যুইটের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে অভিনেতা বলেছেন, “টয়লেট তো বানিয়ে নিয়েছি। কিন্তু কথা এখনও বাকি আছে।” আর সেই কারণেই ছবির দ্বিতীয় পর্বের আগমন।

তবে এর বেশি কিছু খোলসা করেননি অভিনেতা। না করারই কথা। ছবির সাসপেন্স নাহলে বজায় থাকবে কী করে? ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিটি নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয়েছিল। কম বাজেটের ছবি ছিল। কিন্তু তাও বক্স অফিসে ১০০ কোটির মুখ দেখেছিল । ফলে ছবির সিক্যুয়েল দর্শকের মনে যে আশার জাগাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

OMG! মুক্তির দিনেই অনলাইনে ফাঁস ‘সঞ্জু’ ]

‘টয়লেট এক প্রেম কথা’ ছিল এক মহিলার স্বাস্থ্যবিধি নিয়ে লড়াইয়ের গল্প। গ্রামেগঞ্জে এখনও মহিলাদের জন্য নির্দিষ্ট শৌচাগার নেই। ফলে সারা বছর সমস্যায় থাকেন তাঁরা। হয় ভোরের অন্ধকারে প্রাতঃকৃত্য সারতে হয়, নয়তো অপেক্ষা করতে হয় সন্ধে পর্যন্ত। এর প্রতিবাদ করেছিলেন ছবির প্রধান মহিলা প্রোটাগনিস্ট। এর জন্য কোর্ট-কাছারি পর্যন্ত দৌড়াদৌড়ি হয়েছিল। শেষ পর্যন্ত তিনি ও তাঁর স্বামী তাঁদের প্রতিজ্ঞা রেখেছিলেন। গ্রামে নিয়ে এসেছিলেন শৌচাগার।

চুমু খেতে চেয়েছিল প্রযোজকের ম্যানেজার, বিস্ফোরক দাবি স্বরার ]

ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন ভূমি পেড়নেকর ও অক্ষয় কুমার। পরিচালনা করেছিলেন শ্রী নারায়ণ সিং। প্রযোজনা করেছিলেন নীরজ পাণ্ডে। তবে ছবির সিক্যুয়েলে অক্ষয় কুমার থাকলেও ভূমি থাকবেন কি না, তা এখনও স্পষ্ট হয়নি।

গত বছর ‘টয়লেট এক প্রেম কথা’ ছবি মুক্তির পরপরই একটি ট্যুইট করেছিলেন টুইঙ্কল খান্না। সরাসরি ছবির সিক্যুয়েলের কথা না জানালেও ট্যুইটারে তিনি লিখেছিলেন “সুপ্রভাত, আর মনে হচ্ছে এটিই টয়লেট এক প্রেম কথা টু-এর প্রথম ঝলক।”  সাতসকালে মুম্বইয়ের সৈকতে গিয়ে এক ব্যক্তির শৌচকর্ম ক্যামেরাবন্দি করেছিলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস