সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ‘রিল হিরো’। সেনারাই দেশের আসল নায়ক। আরও একবার সে কথা সোচ্চারে জানিয়ে দিলেন বলিস্টার অক্ষয়কুমার। এদিন জম্মুর বিএসএফ বেস ক্যাম্পে শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।
সেনাদের প্রতি শ্রদ্ধা ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নিরিখে বলিপাড়ায় সকলকে ছাপিয়ে গিয়েছেন অক্ষয়। কোনও ফিল্মি প্রমোশন নয়, নিখাদ আবেগের টানেই যে তিনি এ কাজ করে থাকেন, তা আজ বলার অপেক্ষা রাখে না। এর আগে শহিদের পরিবারকে অর্থসাহায্য করেছিলেন। পাশাপাশি কৃষক মৃত্যুতে বিপর্যস্ত মহারাষ্ট্র্রের একটি গ্রাম দত্তক নেওয়ার উদ্যোগও নিয়েছেন। এবার তিনি গেলেন জম্মুতে। সেখানে বিএসএফ বেস ক্যাম্পে নিহত সেনাদের উদ্দেশে শ্রদ্ধা জানান। সময় কাটান জওয়ানদের সঙ্গেই।
সেনাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রেক্ষিতেই নয়া ভাবনার কথাও শোনা অক্ষয়। জানান, দেশের বহু মানুষ সেনার পাশে এসে দাঁড়াতে চান। এই সংক্রান্ত একটি অ্যাপ থাকলে ভাল হয় বলে মনে করেন তিনি। যাতে সকলেই কোনওরকম বাধা ছাড়াই নিজের ইচ্ছামতো সেনাদের সাহায্য করতে পারেন।
পাশাপাশি এদিন শান্তির পক্ষেও সওয়াল করেন অক্ষয়। জানান, ভারত-পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, একমাত্র শান্তি আলোচনাই তার সমাধান করতে পারে। তবে তাঁর এই কাজের সঙ্গে কোনওরকম রাজনীতির যে যোগ নেই তাও স্পষ্ট করে দেন অক্ষয়। জানান, দেশের জওয়ানদের প্রতি ভালবাসার কারণেই তিনি এখানে এসেছেন এবং এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন।
: Akshay Kumar pays tribute to soldiers (who lost their lives in ceasefire violations/encounter) at BSF base camp in Jammu
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.