সুকুমার সরকার, ঢাকা: ফের একবার শিরোনামে বাংলাদেশের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তাঁকে নাকি বিয়ে করতে চেয়েছেন আমেরিকায় থাকা এক তরুণী। পেশায় তিনি চিকিৎসক। এমনই দাবি করেছেন হিরো আলম। এদিকে, তাঁর প্রাক্তন স্ত্রী রিয়ামণি ১২ লক্ষ টাকার খোরপোশ মামলা করেছেন। কিন্তু সেদিকে খুব একটা মাথা ঘামাচ্ছেন অভিনেতা। বিয়ের প্রস্তাব পেয়ে খুশিতে ডগমগ তিনি।
জানা গিয়েছে, গত সোমবার আদালতে খোরপোশ চেয়ে মামলা করেন রিয়ামণি। ভরণপোষণের জন্য ১২ লক্ষ টাকা দাবি করেন। এর মাঝেই সংবাদমাধ্যমে হিরো আলম বলেন, তাঁকে আমেরিকায় নিয়ে যেতে চান এক তরুণী চিকিৎসক। ওই তরুণীর নাম আইয়িশি আক্তার। তিনি নিউ ইয়র্কের কুইনসে বসবাস করেন। আইয়িশি একটি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর ইন্টার্ন করছেন। হিরো আলমের দাবি, “আইয়িশির সঙ্গে পরিচয় আমার অনেক দিন আগে থেকেই। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কথা হয়। আমি যখন সংসদ নির্বাচন করি তখন আইয়িশি আমাকে আর্থিকভাবেও সহযোগিতা করেছেন।” আইয়িশির সঙ্গে দেখাও হয়েছে জানিয়ে অভিনেতা আরও বলেন, “ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। ও কিছুদিন আগে দেশে এসেছিল তখন আমি ওর কুমিল্লার বাড়িতে গিয়েছিলাম। কয়েক দিন আগে যখন শুনল আমি বিয়ে করতে যাচ্ছি, তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিল। বলল, তুমি আমেরিকা চলে আসো। আমি তোমাকে নতুন জীবন দিতে চাই। আর ওসবের মধ্যে পড়ে থেকো না।”
কয়েক দিন আগেই শোনা গিয়েছিল ইতি নামের একজন মডেলকে বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম। সরাসরি না বললেও হিরো আলম বলছিলেন, তিনি এখন প্রেমের সম্পর্কে রয়েছেন। বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তালাক দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, বহু বিতর্কে জড়ানো হিরো আলম গত বছর বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিলেন। অনেক বাধাবিপত্তি পেরিয়ে প্রার্থী হলেও তিনি জিততে পারেননি। রাজনৈতিক কেরিয়ারে হতাশাই তাঁর সঙ্গী হয়েছে। অন্যদিকে, প্রেম-বিয়ে নিয়ে তাঁর ব্যক্তিগত জীবনেও যথেষ্ট টানাপোড়েন রয়েছে। নানা বিতর্কের মাঝে পড়ে গত মার্চ মাসে রাজনৈতিক জীবনে ইতি টানেন হিরো আলম। জানিয়ে দেন, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কেরিয়ারে তিনি এগিয়ে নিয়ে যাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.