সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন নেহা ধুপিয়া৷ সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সেকথা জানিয়েছিলেন অঙ্গদ বেদি৷ তা নিয়ে আলোচনা হয়েছে যথেষ্ট৷ কিন্তু জানেন কি, এই খবর শুনে অঙ্গদ বেদির বাবা কি জানিয়েছিলেন? নিজে মুখেই সেকথা জানান অঙ্গদ৷ বিয়ের আগেই পুত্রবধূর অন্তঃসত্ত্বা হয়ে পরার ঘটনা প্রথমে বাবাকে জানান অঙ্গদ৷ তা নাকি মেনে নিতে পারেননি তারকার বাবা৷ একথা নাকি ভালভাবে নেননি অঙ্গদের বাবা৷ বাড়িতে নাকি বকাঝকাও খান তিনি৷
View this post on Instagram
২০০২ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন নেহা ধুপিয়া৷ এরপরই বলিউডে যাত্রা শুরু করেন তিনি৷ এরই মাঝে মন দেওয়া-নেওয়ার পালাও সেরে ফেলেন৷ জীবনসঙ্গী হিসাবে বেছে নেন অঙ্গদ বেদিকে৷ সোনমের বিয়ে নিয়ে যখন মেতে উঠেছিল গোটা বি-টাউন, তখন একেবারে চুপিসারে চারহাত এক হয় নেহা-অঙ্গদের৷ চলতি বছরের ১০ মে কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অঙ্গদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী নেহা। তাঁর গর্ভবতী হওয়া নিয়ে সেই সময়ই জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সেসব তখন গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন অঙ্গদ ও তাঁর বেটারহাফ।
পরে যদিও ভক্তদের কৌতূহল দূর করেন অঙ্গদ ও নেহা। লাভবার্ড ইনস্টাগ্রামে জানান, ‘সেই জল্পনাই সত্যি হল।’
View this post on Instagram
তবে কি বিয়ের পিঁড়িতে বসার সময়ই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা? গুজব ছড়িয়েছিল, সে কথাই যেন বিয়ের বেশ কয়েকদিন পর মেনে নেন অঙ্গদ। নতুন অতিথির আগমনে খুশি হয়েছিলেন দুই তারকাই৷ অঙ্গদ ও নেহাকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছিলেন পরিচালক করণ জোহর থেকে অভিনেতা রীতেশ দেশমুখ সকলেই। এই সুখবরের পরই মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন তাঁরা। হাতে হাত ধরে একসঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁদের। হালকা নীল রঙের পোশাকে দেখা গিয়েছিল নেহাকে। এবং তাতেও স্পষ্ট বেবি বাম্প৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.