Advertisement
Advertisement

সাংবাদিক সম্মেলনে সবাইকে চমকে দিলেন অনুষ্কা

অনুষ্কার এই অভিনব কীর্তি যে 'ফিল্লৌরি'র প্রচারকে আরও আকর্ষণীয় করে তুলল, তা বলাইবাহুল্য।

Anushka Sharma's surprise move stuns journo
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 9, 2017 3:09 pm
  • Updated:March 9, 2017 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রিয় নায়ক-নায়িকার অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারেন ফ্যানরা। কখনও টুইট করে তো কখনও আবার লাইভের মাধ্যমে নেটিজেনদের নানা প্রশ্নের উত্তরও দেন অভিনেতা-অভিনেত্রীরা। এবার এক্কেবারে অন্য স্টাইলে এক ফ্যানের মন জয় করলেন অনুষ্কা শর্মা। ‘সেলিব্রিটি’ তকমা গায়ে চাপিয়েও যে এতটা মাটির মানুষ হওয়া সম্ভব, তা অনুষ্কাকে না দেখলে হয়তো অজানাই থেকে যেত।

Advertisement

(পেটিএম ব্যবহার করেন? তাহলে জেনে রাখুন এই নয়া নিয়ম)

dc-Cover-nhlf3gj2fgit8ub3kkir8etrb1-20160531173907.Medi

তা কী এই করলেন বলি ডিভা? আপাতত নিজের আসন্ন ছবি ‘ফিল্লৌরি’র প্রচারে দারুণ ব্যস্ত অনুষ্কা। তারই মাঝে এক সাংবাদিক বৈঠকে এক সাংবাদিককে দারুণ সারপ্রাইজ দিলেন তিনি। অনুষ্কা ও তাঁর সহ-অভিনেতা দিলজিতের ইন্টারভিউ চলছিল। সামনে বিভিন্ন চ্যানেলের বুমের সঙ্গে তাঁদের কথা রেকর্ড করার জন্য রাখা ছিল মোবাইল ফোনও। ঠিক তখনই টেবলের উপর রাখা এক সাংবাদিকের মোবাইলটি বেজে ওঠে। অনুষ্কা দেখে বলেন, “কারও ফোন বাজছে। কারও মা ফোন করছেন।” এক মহিলা সাংবাদিক জানান, মোবাইলটি তাঁর এবং ফোনটি যেন অনুষ্কা কেটে দেন। কিন্তু অনুষ্কা তেমনটা করলেন না। ফোনটি রিসিভ করে সাংবাদিকের মায়ের সঙ্গে কথা বলতে শুরু করেন তিনি। ফোনের ওপারের মহিলাকে ‘আন্টি’ সম্বোধন করে অনুষ্কা বলেন, “আন্টি, আপনার মেয়ে এখন আমার ইন্টারভিউ নিচ্ছে। আমি অনুষ্কা শর্মা কথা বলছি। ইন্টারভিউ শেষ হলে মেয়ে আপনাকে ফোন করে নেবেন।”

(‘পৃথিবীর সব মেয়েরা পুরুষদের সানির মতো আনন্দ দিক’)

বিপাড়ার অভিনেত্রীর এমন ‘বিন্দাস’ মেজাজেই ফিদা হয়ে যান বৈঠকে উপস্থিত সাংবাদিকরা। অনুষ্কার এই অভিনব কীর্তি যে ‘ফিল্লৌরি’র প্রচারকে আরও আকর্ষণীয় করে তুলল, তা বলাইবাহুল্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement