সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে সফলতম ছবি ‘বাহুবলী ২’। দেশ ও বিদেশ মিলিয়ে ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা।
আক্ষরিক অর্থেই রাজামৌলির এই সিনেমা শুধুমাত্র সিনেমা নেই আর, পরিণত হয়েছে মহাকাব্যে। কল্পনা ও ভিএফএক্স এফেক্টের নিপুণ মিশেল এই সিনেমাকে আপামর ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। মার্কিন মুলুকেও এই সিনেমা নিয়ে চর্চা হচ্ছে। বাংলাদেশ থেকে দর্শকরা এই সিনেমা দেখতে চার্টার্ড ফ্লাইট ভাড়া করে ভারতে আসছেন।
প্রভাস, রানা দাগ্গুবাতি, অনুষ্কা অভিনীত এই সিনেমাই কিন্তু বেশ কিছু খুঁত বার করেছেন নেটিজেনরা। একটি ভাইরাল ভিডিও-য় ‘বাহুবলী ২’ সিনেমার অন্তত ১৫টি হাস্যকর খুঁত তুলে ধরেছে এপিক কাউন্টার নামের একটি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই ওই ভিডিও-য় এক লক্ষেরও বেশি বার দেখে ফেলেছেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিও।
তবে এই খুঁতগুলি সিনেমাটিকে কোনও অংশেই খাটো করতে পারেনি। ভিডিও-টিও নেহাত মজা করে বানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.