সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই আজ পৃথিবী আছে মহা আনন্দে। প্রথম আলোর সঙ্গে সঙ্গেই সে একগাল হেসে সবাইকে বলছে- হ্যাপি নিউ ইয়ার! সেই আনন্দ সমানভাবে ছড়িয়ে পড়েছে সবার মধ্যেই! আম-আদমি থেকে সেলেব্রিটি- সবার মুখেই এখন কেবল নতুন বছরের শুভেচ্ছা!
আর সোশ্যাল মিডিয়ার হরেক অ্যাকাউন্টে? বন্ধুরা কী বলছেন, সে তো আপনি দেখতে পাবেনই! সরাসরি নিজের ফেসবুক ওয়াল থেকে। আর এখানে দেখে নিন আপনার প্রিয় তারকার নতুন বছরের শুভেচ্ছা। যা তিনি পোস্ট করেছেন বিশেষ করে আপনার জন্য।
অমিতাভ বচ্চন:
T 2489 – वर्ष नव, हर्ष नव … जीवन उत्कर्ष नव !!
New Year wishes for happiness always in 2017 !! 🌺love to all ..🌻🌼— Amitabh Bachchan (@SrBachchan)
নতুন বছরে বিগ ব-র টুইট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮৯-এ। নব বর্ষ আর নব হর্ষের সঙ্গে তাই তিনি মেতেছেন জীবনের উৎকর্ষে। টুইটেও বলছেন সে কথাই!
শাহরুখ খান:
বলিউডের বাদশা এই বছরে আরও বেশি করে এসে দাঁড়িয়েছেন সবার পাশে। বলছেন, পুরনো বছরে যা যা করা হয়ে ওঠেনি, এই বছরে তা যেন আমরা অবশ্যই করি!
অক্ষয় কুমার:
নায়ক এখন রয়েছেন ছুটির মেজাজে। নতুন বছরের শুভেচ্ছাবার্তাতেও তাই চোখে পড়ছে তাঁর গা ছেড়ে দেওয়া নাচন!
ক্যাটরিনা কাইফ:
সবার নতুন বছর সার্থক এবং পরিপূর্ণ হোক- কথাটি জানাতে ভোলেননি নায়িকা! সঙ্গে পোস্ট করেছেন এক শীতবেলার মন ভাল করা ছবিও!
প্রিয়াঙ্কা চোপড়া:
প্রিয়াঙ্কা চোপড়া নতুন বছরে ভক্তদের উপহার দিয়েছেন নতুন হলিউড ছবির এক জিআইএফ ছবি। সঙ্গে জানাতে ভোলেননি- ভক্তরা যেন তৈরি থাকেন বেওয়াচ দেখার জন্য!
সোনাক্ষী সিনহা:
আলো ঝলমলে এক খ্রিস্টমাস ট্রির পাশে দাঁড়িয়ে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। লিখেছেন, নতুন বছরে সবার সব আশা যেন পূর্ণ হয়!
শাহিদ কাপুর:
2017 starts on a killer note! Watch Udta Punjab tomorrow at 2.30pm on
— Shahid Kapoor (@shahidkapoor)
প্রিয়াঙ্কার মতো শাহিদ কাপুরও নতুন বছরে নিজের ছবির প্রচারই করছেন! তফাতের মধ্যে প্রিয়াঙ্কারটা নতুন, তাঁরটা পুরনো!
বরুণ ধাওয়ান:
from team ✨✨✨. Let the heart decide
— Varun Dhawan (@Varun_dvn)
বরুণ ধাওয়ানের নতুন বছরের শুভেচ্ছায় দেখা যাচ্ছে আলিয়া ভাটকেও। আদতে বরুণও আগামী ছবি বদ্রীনাথ কি দুলহনিয়ার প্রচারই করছেন!
সিদ্ধার্থ মালহোত্রা:
This is the beginning of anything you want ! Happy new year everyone love n respect,cheers #2017
— Sidharth Malhotra (@S1dharthM)
সাফ লিখেছেন নায়ক- আপনি যা যা চাইছেন, তার শুরুটা হোক এখনই! সঙ্গে সবাইকে শ্রদ্ধা ও ভালবাসা জানাতে ভোলেননি তিনি!
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়:
নতুন বছরে অনেক কিছুই লিখেছেন নায়ক ব্লগে। সুন্দর করে গুছি্য়ে দিয়ছেন তাঁর মনের কথা। ক্লিক করে একবার পড়েই দেখুন না!
ঋতুপর্ণা সেনগুপ্ত:
২০১৭-র শুরুতেই একটা খুব খাঁটি কথা মনে করিয়ে দিতে ভোলেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি লিখেছেন, গন্তব্যের চেয়ে অনেক সুন্দর হল পথ। সেই যাত্রাপথের আনন্দই সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা নতুন বছরে এসে।
দেব:
দেবের নতুন বছরের গ্রিটিং কার্ডে সম্পূর্ণভাবেই জুড়ে রয়েছে সিনেমা। দেখতেই তো পাচ্ছেন, কীভাবে সিনেম্যাটিক এক বছর কাটানোর শুভেচ্ছা জানিয়েছেন তিনি!
নুসরত জাহান:
নতুন বছরে শুভেচ্ছার সঙ্গে নায়িকার কাছ থেকে পাওয়া গেল চুমু! তিনি একাই নন, সেই চুমুতে যোগ দিয়েছেন প্রিয় বান্ধবী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.