সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’-এর ট্রেলারে রণবীর কাপুরের পাশাপাশি নজর যিনি কেড়েছেন, তিনি ববি দেওল (Bobby Deol)। ভয়ংকর ভিলেন হয়ে চমকে দিয়েছেন তারকা। দানবীয় চেহারায় ক্যামেরার সামনে এসেছেন। আর এর জন্য তাঁকে কড়া প্রশিক্ষণ নিতে হয়েছে।
ববির এই দুরন্ত ফিজিকের নেপথ্যের কারিগর ফিটনেস এক্সপার্ট প্রজ্জ্বল শেট্টি। ‘রেস ৩’র সময় থেকেই ববির ট্রেনার তিনি। ‘অ্যানিম্যাল’ সিনেমার অফার যখন ববির কাছে আসে, তখন পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার সঙ্গে কথা হয় প্রজ্জ্বলের। পরিচালক চার মাস সময় দিয়েছিলেন তাঁকে। এই সময়ের মধ্যেই ববির দানবীয় চেহারা চেয়েছিলেন তিনি। যাতে রণবীর কাপুরের থেকেও ববির চেহারা বড় আর ভয়ংকর লাগে।
এই চেহারা পেতে কড়া ট্রেনিং শুরু করেন ববি। সকালে শুধু ডিম খেতেন তারকা। লাঞ্চ সারতেন ওটমিল, চিকেন আর সামান্য ভাত দিয়ে। বিকেলে ববির খাবার ছিল স্যালাড। আর রাতে চিকেন বা ফিশ। পাঞ্জাবি পরিবারে বড় হওয়া সত্ত্বেও ববির খাবার নিয়ে আলাদা কোনও চাহিদা ছিল না। কিন্তু যে জিনিসটা তাঁর সবচেয়ে প্রিয়, সেই মিষ্টি একেবারেই ছেড়ে দিয়েছিলেন তারকা। চার মাস মিষ্টি ছুঁয়েও দেখেননি ববি।
প্রজ্জ্বল জানান, রোজ এক ঘণ্টা করে ওয়েট ট্রেনিং করতেন ববি। এর পাশাপাশি সকালে ও বিকেলে ৪০ মিনিটের হাই-ইনটেনসিটি কার্ডিও সেশন চলত। এত কিছু করার পর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পেরেছিলেন ববি ও প্রজ্জ্বল। ‘অ্যানিম্যাল’ সিনেমার ক্লাইম্যাক্সের শুটিংয়ে প্রজ্জ্বলকে ডেকেছিলেন সন্দীপ। ববির ভূয়সী প্রশংসা করেন তিনি। এমনটাই জানিয়েছেন প্রজ্জ্বল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.