Advertisement
Advertisement
Bratya Basu

দপ্তর সামলে নতুন নাটক নিয়ে কবে মঞ্চে ফিরছেন? জবাব দিলেন ব্রাত্য

নবজাগরণের জন্মদিনে শিশির মঞ্চে চাঁদের হাট।

Bratya Basu to return on stage with new play

শিশির মঞ্চে নবজাগণের অনুষ্ঠান মঞ্চে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:August 3, 2025 12:22 pm
  • Updated:August 3, 2025 12:22 pm   

স্টাফ রিপোর্টার: নতুন নাটক নিয়ে খুব শিগগিরি মঞ্চে ফিরছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু। সেখানে পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করবেন। শনিবার ‘হাউসফুল’ শিশির মঞ্চে ‘এক্সক্লুসিভ’ ঘোষণা করলেন নিজেই। ‘অরণ‌্যদেব’, ‘শহর-ইয়ার,’ ‘চতুষ্কোণ’, ‘উইঙ্কেল টুইঙ্কেল’, ‘কৃষ্ণ গহ্বর’-সহ একের পর এক পূর্ণ প্রেক্ষাগৃহ নাটক সংস্কৃতি জগৎকে উপহার দিয়েছেন ব্রাত‌্য। নিজে অভিনয় করেছেন স্বরচিত নাটক ‘মীরজাফর’, ‘রুদ্ধ সঙ্গীতে’।

Advertisement

দপ্তরের কাজ সামলে প্রায়ই চলচ্চিত্র পরিচালনায় দেখা যায় তাঁকে। পর্দায় অভিনয় করতেও দেখা যায়। মঞ্চে কি দেখা যাবে না? শনিবার থিয়েটার প্রেমীদের আকুল প্রশ্নে ব্রাত‌্য বসু জানিয়েছেন, খুব শিগগিরি যাবে। শ্রাবণ সন্ধ‌্যায় শিশির মঞ্চে বসেছিল চাঁদের হাট। উপলক্ষ নবজাগণের ২৬তম প্রতিষ্ঠা দিবস। ১৯৯৯ সালে পথ চলা শুরু করেছিল যে সংস্থা। স্বপ্ন ছিল একটাই। বিশ্বের দরবারে কলার উঁচু হবে বাঙালির। শনিবার ২ আগস্ট ছাব্বিশে পা দিল বাংলার বাঙালির সেই ‘নবজাগরণ।’ সেলিব্রেট করতে শনিবার একজোট হয়েছিলেন কৃতী বাঙালিরা। বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল, প্রাক্তন মহিলা ক্রিকেটার ‘পদ্মশ্রী’ ঝুলন গোস্বামী। উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত‌্যম রায়চৌধুরি, রাজ্যের মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন, সাহিত্যিক প্রচেত গুপ্ত, অভিনেত্রী গার্গী রায়চৌধুরি, শিল্পপতি সমর নাগ।

শারীরিক কারণে শিশির মঞ্চে হাজির থাকতে পারেননি সাধারণ সম্পাদক অশোক দাশগুপ্ত। যাঁরা শুরুর দিন থেকে নবজাগরণের সঙ্গে ছিলেন তাঁদের মধ্যে লেখক সুনীল গঙ্গোপাধ‌্যায়-সহ অনেকেই আজ প্রয়াত। পুরনো সদস‌্যরা অনেকে চলে গেলেও থমকে যায়নি পথ চলা। এগিয়ে চলেছে নবজাগরণ। ২ আগস্ট নবজাগরণের জন্মদিনে আচার্য‌ প্রফুল্লচন্দ্র রায়েরও জন্মদিন।

ব্রাত‌্য বসু এদিন মঞ্চে মনে করিয়ে দিয়েছেন, “বাংলার থিয়েটার জগতেও মস্তবড় অবদান রয়েছে আচার্য‌ প্রফুল্লচন্দ্র রায়ের। বহুরূপী নাট‌্যদলের অন‌্যতম প্রধান স্থপতি মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য‌, পূর্ববঙ্গ থেকে কলকাতায় এসেছিলেন থিয়েটার করতে। দেশ স্বাধীনের আগে সে সময় বিপ্লবী কর্মধারার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। খবর পেয়ে তাঁকে বিশ্ববিদ‌্যালয় থেকে বহিষ্কার করেছিল ইংরেজরা। মনোরঞ্জনকে প্রাণে বাঁচাতে বেঙ্গল কেমিক‌্যালে চাকরি দিয়েছিলেন আচার্য‌ প্রফুল্লচন্দ্র রায়।” আজ বাংলাভাষার জন‌্য আন্দোলন করছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যের বাংলা ভাষাভাষীর উপর আক্রমণ হচ্ছে। ব্রাত‌্য বসু জানিয়েছেন, সেদিন একদল বিচক্ষণ মানুষ বাঙালির প্রগতির কথা ভেবে তৈরি করেছিলেন ‘নবজাগরণ’। আজ মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের ভাষা আন্দোলন সেদিনের ‘নবজাগরণ’-এর ভাবনার সঙ্গে মোহানায় এসে মিশেছে। শনিবার অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গার্গী রায়চৌধুরি, মন্ত্রী ইন্দ্রনীল সেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ