Advertisement
Advertisement
Diljit Dosanjh

কানাডার বিশ্ববিদ্যালয়ের কোর্সে ‘বিতর্কিত’ দিলজিৎ দোসাঞ্ঝ! ব্যাপারটা কী?

ইনস্টা হ্যান্ডেলে এখবর নিজেই জানিয়েছেন দিলজিৎ।

Canadian University To Offer Course On Singer Diljit Dosanjh
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 24, 2025 12:46 pm
  • Updated:June 24, 2025 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিতর্কিত পাঞ্জাবী শিল্পী দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) উপর কোর্স করাবে কানাডার বিশ্ববিদ্যালয়। তুলে ধরা হবে তাঁর জীবন, সাংস্কৃতিক যাত্রা, বিশ্বে তাঁর সঙ্গীতের ভূমিকা। নিজের ইনস্টা হ্যান্ডেলে একথা নিজেই জানিয়েছেন দিলজিৎ।

পাঞ্জাবি সঙ্গীত শিল্পী দিলজিৎ বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনও গানে মাদকদ্রব্যের নাম ব্যবহার করে আইনি জটে জড়িয়েছেন। ‘পাঞ্জাব ৯৫’ নামে ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেন্সর বোর্ডের জটিলতায় তা মুক্তি পায়নি। সম্প্রতি পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনে সংগঠকদের তরফে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। এরই মাঝে কানাডার বিশ্ববিদ্যালয়ের কোর্সে দিলজিৎ।

Diljit Dosanjh Says He'll Stop Singing Songs About Alcohol Once It's Banned In India

টরেন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির তরফে বলা হয়, “উনি পাঞ্জাবী সঙ্গীতকে বিশ্বের দরবারে অন্য মাত্রা দিয়েছেন। ওর জার্নি নিয়ে পড়াশোনা করলে পড়ুয়ারা জানতে পারবেন, কীভাবে আঞ্চলিক ভাষা, সুর ব্যবহার করে পপ কালচারকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া যায়।” দিলজিতের গল্পকে ক্লাসরুমে তুলে ধরতে পেরে উচ্ছ্বিত বিশ্ববিদ্যালয়। এদিকে কানাডার বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে আপ্লুত শিল্পী। তাঁর ম্যানেজার বলেন, “দিলজিতের গান শুধু বাণিজ্য করে না। শিকড়ের প্রতিনিধিত্বও করে। এটা পাঞ্জাবি ও দক্ষিণ এশিয়ার জন্য গর্বের।”

প্রসঙ্গত, গত কয়েকবছরে নিজের কাজের মাধ্য়েমে আমজনতার মন জয় করে নিয়েছেন দিলজিৎ। ২০২৪ সালে গায়ক তথা অভিনেতা ইমতিয়াজ আলির ‘অমর সিং চামকিলা’য় নামকরা পাঞ্জাবি শিল্পীর চরিত্রে অভিনয় করেন তিনি। একইবছরে উত্তর আমেরিকায় ভারতের বাইরে সর্বকালের বৃহত্তম পাঞ্জাবি শো করেন তিনি। চলতি বছরে সর্দারজির বেশ মেট গালা ধরা দেন অভিনেতা। যা সকলের মন কেড়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement