Advertisement
Advertisement

কলকাতায় কলম্বাস!

১৪৯২-এ যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, মীর আর 'মীরাক্কেল'-খ্যাত সৌরভ পালধি মিলে তাকে ৫২৪ বছর পর শহর কলকাতায় ফিরিয়ে এনেছেন৷

Christopher Columbus Is Returning To Kolkata To Solve Various Problems
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2016 12:22 pm
  • Updated:August 5, 2016 7:07 pm  

শম্পালী মৌলিক: ১৪৯২-এ যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, মীর আর ‘মীরাক্কেল’-খ্যাত সৌরভ পালধি মিলে তাকে ৫২৪ বছর পর শহর কলকাতায় ফিরিয়ে এনেছেন৷
ব্যাপারটা কী?

Advertisement

b0f3e48b29c321c9752ebf97269553b2
ছবির নাম ‘কলকাতায় কলম্বাস’। যেখানে কলম্বাসের সঙ্গে দেখা হচ্ছে ছবির নায়ক স্যাম (অনির্বাণ ভট্টাচার্য) আর তার বন্ধু রয় (গৌরব চক্রবর্তী)-এর৷ রয় আর স্যাম দু’জনেই জীবন নিয়ে বেশ হতাশ৷ স্যাম আরজে, কিন্তু স্বপ্ন দেখে নিজের একটা মিউজিক অ্যালবাম করার৷ স্যাম সারাদিন ভাবে কী করে কোনও এক বড়লোকের মেয়েকে পটিয়ে তার বাবার পয়সায় একখানা অ্যালবাম বের করবে৷ কিন্তু মেয়ে পটাতে সে বড় লাজুক, মেয়ে বলতে তার ভরসার জায়গা একমাত্র সহকর্মী স্নেহা (সুচন্দ্রা বানিয়া)।

columbus1_web
ছবির একটি দৃশ্যে স্নেহা, স্যাম আর রয়

এহেন রয় আর স্যাম যখন হাতের সামনে কলম্বাসকে পায়, যেন চাঁদ পায়৷ রয় ভাবে কলম্বাসের থেকে বিজনেস ট্রিক শিখে নেবে আর স্যাম ভাবে কলম্বাস তো অনেক বিয়ে করেছিল, মেয়ে পটানোর স্ট্র্যাটেজি কলম্বাসই তাকে দিতে পারবে! এই নিয়ে ছবি জমে উঠবে ছবি। একদিকে স্যাম আর স্নেহার মিষ্টি প্রেমের সম্পর্ক, অন্য দিকে কলম্বাসের কেরামতি- চিত্রনাট্যে বিনোদনের হরেক মশলা মজুত৷

columbus2_web
ছবির একটি দৃশ্যে স্নেহা আর স্যাম

এই চার প্রধান চরিত্র ছাড়াও সৌরভের এই ছবিতে জাঁদরেল এক অফিস-ম্যাডামের চরিত্রে (অম্বালিকা ম্যাম) দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে৷ আর বড়লোকের আদুরে কন্যা ‘শাকিরা’র ভূমিকায় নজর কাড়বেন ঋতাভরী চক্রবর্তী৷ প্রিয়া এন্টারটেনমেন্ট-এর কর্ণধার অরিজিৎ দত্তকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে৷
ছবিটি প্রযোজনা করছেন জয় বি গঙ্গোপাধ্যায়। এর আগে ‘বং কানেকশন’, ‘০৩৩’, ‘ভূতের ভবিষ্যৎ’ ‘মাছ মিষ্টি মোর’-এর মতো ছবি প্রযোজনা করেছেন তিনি৷ তাঁর প্রযোজিত ছবিতে সব সময়েই একটা অফবিট ছোঁওয়া থাকে, ‘কলকাতায় কলম্বাস’-ও সেইরকমই হতে চলেছে৷
অভিনেত্রী সুচন্দ্রা বানিয়া জানালেন, ছবি মুক্তি তারিখও ইতিমধ্যে পাকা- ১১ নভেম্বর! অতএব বলাই বাহুল্য, এখন জেট গতিতে শুটিং চলছে৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement