Advertisement
Advertisement
Jawed Habib

আর্থিক প্রতারণার অভিযোগে জাভেদ হাবিব ও পরিবারের বিরুদ্ধে রুজু ২০টি মামলা

তদন্তে এল নয়া মোড়।

20 cases filed against hairstylist Jawed Habib, son over multi-crore crypto fraud
Published by: Arani Bhattacharya
  • Posted:October 7, 2025 1:16 pm
  • Updated:October 7, 2025 1:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোটি টাকা প্রতারণার অভিযোগে তারকা হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা রুজু করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। শুরু হয়েছিল তদন্ত। এবার সেই তদন্তে এল নয়া মোড়।

Advertisement

জানা যাচ্ছে, দেড়শোর বেশি মানুষের কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে জাভেদ হাবিব ও পরিবারের বিরুদ্ধে রুজু ২০টি মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই সম্ভাল পুলিস এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগে ৫০ থেকে ৭৫ শতাংশ মুনাফার আশ্বাস দিয়েছিলেন। নেপথ্যে ছিল একটি সংস্থা। সেই সংস্থার সঙ্গে জড়িত জাভেদ হাবিবের স্ত্রী নিজেও। হাবিব ও তাঁর পরিবার যাতে দেশ ছাড়তে না পারেন তার জন্য তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের সম্পত্তি সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করা শুরু করেছে। খুব তাড়াতাড়ি জাভেদ হাবিবের দিল্লি ও মুম্বইয়ের সম্পত্তি পরিদর্শন করবে বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে, ২০২৩ সালে সম্ভালের সারায়াতীন এলাকার রয়্যাল প্যালেস ভেঙ্কট হলে একটি অনুষ্ঠানে জাভেদ হাবিব ও তাঁর ছেলে প্রতারিত বিনিয়োগকারীদের বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগ করতে বলেন। বিনিয়োগকারীদের অর্থ কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়। অভিযোগ, টাকা ফেরানোর সময় এলে দেখা যায়, অস্বিত্বই নেই সংস্থার। উধাও হয়ে যান জাভেদ হাবিবরাও। একাধিকবার যোগাযোগ ও টাকা উদ্ধারের চেষ্টা করেও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ। এরপরই কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ জানান উত্তরপ্রদেশের একটি থানায়। তাতেই প্রথম বিষয়টা প্রকাশ্যে আসে। এরপর আরও অনেকে একই অভিযোগ নিয়ে রাজ্যের বিভিন্ন থানার দ্বারস্থ হন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ