Advertisement
Advertisement
2025 Puja Bengali Film

পঁচিশের পুজোয় বাংলার বক্সঅফিসে হাড্ডাহাড্ডি লড়াই, দেব-বুম্বাকে টেক্কা দিয়ে জোড়া রিলিজ আবিরের

বাঙালির শারদোৎসব আর পর্দায় আবির চট্টোপাধ্যায় যেন একে-অপরের সমার্থক।

2025 Puja Bengali Film: Abir Chatterjee's Joto Kando Kolkatatei in list
Published by: Sandipta Bhanja
  • Posted:July 11, 2025 6:49 pm
  • Updated:July 11, 2025 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির মতো বাজেট নেই বটে, তবে পুজোর বক্সঅফিসে বাংলা সিনেমার ক্যাশবাক্সে দেবী লক্ষ্মীর কৃপা বরাবর থাকে। চব্বিশ সালে তিন-তিনটে বহু প্রতীক্ষিত সিনেমার লড়াইয়ে দেব-সৃজিতের ‘টেক্কা’ এবং আবির-শিবপ্রসাদের ‘বহুরূপী’র ব্যবসা টলিউড চাঙ্গা করেছিল। তবে উল্লেখ্য, পুজোর মরশুমে চার-চারটে সিনেমা রিলিজে টলিউডের ভাগ্য বরাবর সহায় থেকেছে। তার প্রমাণ ২০২৩ সাল। ‘রক্তবীজ’, ‘দশম অবতার’, ‘বাঘাযতীন’ এবং ‘জঙ্গলে মিতিন মাসি’র দৌলতে বাংলা সিনেমার ভাঁড়ারে উপচে পড়া লক্ষ্মীলাভ। এবার পঁচিশের দুর্গাপুজোতেও ঠিক একইরকমভাবে মুক্তি পাচ্ছে চার-চারটে বাংলা সিনেমা। কাকতালীয় মনে হলেও পুজোর মরশুমে যতবার প্রথমসারির তারকাখচিত চার বাংলা ছবি রিলিজ করেছে, ততবার ক্যাশবাক্স উপচে পড়েছে। এবারও তেমনটাই আশা করা যায়।

Advertisement

Dev, Idhika Paul's look out from Raghu Dakat's outdoor shoot

২০২৫ সালের পুজোয় রিলিজ করছে চারটি বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা- ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’, ‘যত কাণ্ড কলকাতাতেই’। তার মধ্যে দুটো বড় বাজেটের ছবি- ‘রঘু ডাকাত’ এবং ‘দেবী চৌধুরানী’। দৌড়ে রয়েছে নন্দিতা-শিবপ্রসাদের ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল ‘রক্তবীজ ২’। টলিপাড়ার ‘হিটমেশিন’ পরিচালকদ্বয় আবার ২০২৩ সাল থেকেই পুজোর বক্স অফিসে ম্যাজিক দেখাচ্ছেন। অন্যদিকে শুভ্রজিৎ মিত্র পরিচালিত পিরিয়ড ড্রামা ‘দেবী চৌধুরানী’র দিকেও নজর রয়েছে দর্শকদের। কারণ এই সিনেমায় ঐতিহাসিক চরিত্র ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আবার ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম অপাস কিশোর কুমারের পূর্বসূরী ‘রঘু ডাকাত’-এর অবতারে দেবের পারফরম্যান্স দেখার জন্যেও মুখিয়ে রয়েছেন দর্শকরা। এবার উৎসবের বাংলায় রিলিজের দৌড়ে নতুন সংযোজন অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’। যে ছবিতে গোয়েন্দা নায়কের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। অতঃপর এবারের শারদোৎসবে টলিউডের দুই সুপারস্টার দেব এবং প্রসেনজিৎকে টেক্কা দিয়ে জোড়া চমক দিতে চলেছেন আবির। একদিকে যখন নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ‘রক্তবীজ ২’তে দাপুটে পুলিশ অফিসার পঙ্কজ সিংহের ভূমিকায় ধরা দেবেন তিনি, তখন আরেকদিকে অনীক দত্তর ছবিতে আবিরকে দেখা যাবে গোয়েন্দা তোপসের ভূমিকায়। শুক্রবার ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এনে পুজো রিলিজে ঘোষণা করলেন পরিচালক।

Raktabeej movie making run count, this is how much it made in 16 days

বিগত দেড় দশকে টলিপাড়ার অন্যতম ভার্সেটাইল অভিনেতা নিজস্ব দক্ষতার স্বাক্ষর রেখেছেন আবির। গত কয়েক বছরে তাঁর কেরিয়ার গ্রাফে চোখ রাখলেই দেখা যাবে আবির চট্টোপাধ্যায় মানেই কিন্তু পুজো রিলিজ হিট। ‘সোনাদা’ হিসেবে রেকর্ড গড়ার পর, পরপর দু’বছর উইন্ডোজ প্রযোজনা সংস্থার হাত ধরে পুজোর বক্স অফিসে বাজিমাত করেছেন অভিনেতা। তবে আবির ব্যবসার অঙ্ক কিংবা হিসেব-নিকেশে মাথা না ঘামালেও নন্দিতা-শিবুর উইন্ডোজ এবং ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন কিন্তু চলতি বছরের পুজোতেও আবির চট্টোপাধ্যায়কেই বাজি ধরেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement