Advertisement
Advertisement
Salman Khan

পরিবারের তিন প্রজন্মের সঙ্গে গজাননের আরাধনায় সলমন খান, ভাইরাল ভাইজানের গণেশভক্তির ভিডিও

'মুসলিম হয়েও গণেশ ভক্ত সলমন....', ভাইজানের ভক্তি দেখে উচ্ছ্বাস ভক্তদের।

3 generations of Salman Khan's family come together for Ganesh aarti, watch
Published by: Sandipta Bhanja
  • Posted:August 28, 2025 6:36 pm
  • Updated:August 28, 2025 6:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম হলেও হিন্দুধর্মের প্রতি অগাধ সম্মান সলমন খানের। তিনি আদতে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। বরাবর একথা বলে এসেছেন ভাইজান। মুসলিম হলেও ফি বছর নিজের বাড়িতে গণেশ পুজো করেন বলিউড সুপারস্টার। বর্তমানে অবশ্য সেই পুজোর ভার বর্তেছে তাঁর বোন অর্পিতা খান শর্মার উপর। বিয়ের পর থেকে বিগত কয়েক ধরেই শ্বশুরবাড়িতে স্বামী আয়ুষ শর্মাকে নিয়ে জমজমাট পুজোয় আয়োজন করে আসছেন তিনি। পুজোর কটা দিন সলমন-সহ খান পরিবারের বাকি সদস্যরাও পৌঁছে যান অর্পিতার বাড়িতে। এবারও তার অন্যথা হয়নি। তবে চলতি বছর পুজোর যে দৃশ্য ক্যামেরাবন্দি হল, সেটাই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।

Advertisement

এবার খান পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে আরতি করতে দেখা গেল। মা-বাবা, ভাই-বোন, ভগ্নিপতিদের নিয়ে গজাননের আরতি করলেন সলমন খান। ভাইজানের সঙ্গে তাল মিলিয়ে আরতি করলেন মা সালমা খান, বাবা সেলিম খানের পাশাপাশি আরবাজ, বোন আলভিরা এবং তাঁর স্বামী অতুল অগ্নিহোত্রীও। আয়ুষ-অর্পিতার দুই সন্তান এবং আলভিরার সন্তানও সেখানে উপস্থিত ছিল। আর সেই দৃশ্য নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হতেই আরও একবার ‘সংস্কারি ফ্যামিলি ম্যান’-এর আখ্যা পেলেন সলমন খান। ট্র্যাডিশনাল পোশাক নয়, ভাইজানের পরনে কালো শার্ট। ভক্তিভরে সকলের সঙ্গে আরতি করতে দেখা গেল তাঁকে।

একসময়ে নিজের বাড়ির গণপতি বিসর্জনে ঢোল-তাশা পার্টির সঙ্গে নাচ করতেন ভাইজান। সেদিন কোনও সুপারস্টার নয়, বরং আমজনতার মতোই সকলের সঙ্গে মিশে গিয়ে আসর জমাতে দেখা যেত তাঁকে। তবে বছর খানেক ধরে লাগাতার খুনের হুমকির জেরে সলমনকে আর সর্বসমক্ষে নাচতে দেখা যায় না। এবছর তার ব্যতিক্রম হয় কিনা, কৌতূহলী ভাইজান ভক্তরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ