Advertisement
Advertisement
Achyut Potdar

প্রয়াত ‘থ্রি ইডিয়টস’-এর কড়া অধ্যাপক অচ্যুত পোতদার, শোকে বিহ্বল বলিউড

'কহেনা ক্যায়া চাহতে হো?', অচ্যুতের 'থ্রি ইডিয়টস' সংলাপ আজও জনপ্রিয়।

3 Idiots ACTOR Achyut Potdar Passes Away
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2025 10:33 am
  • Updated:August 19, 2025 12:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে আছড়ে পড়ল দুঃসংবাদ! সোমবার গভীর রাতে ইহলোকের মায়া কাটিয়ে পরলোকের উদ্দেশে রওনা হলেন খ্যাতনামা অভিনেতা অচ্যুত পোতদার (Achyut Potdar)। বলিউড মাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে থানের জুপিটর হাসপাতালে ভর্তি ছিলেন অসুস্থ প্রবীণ অভিনেতা। ১৮ আগস্ট সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি, তবে খবর, মঙ্গলবার থানেতে অচ্যুৎ পোতদারের শেষকৃত্য সম্পন্ন হবে।

Advertisement

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। ১৯৮০ সালের শেষের দিকে অভিনয় জগতে পা রাখেন অচ্যুত। তবে তার আগে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। ভারতীয় সেনাবাহিনিতে কর্মরত ছিলেন অচ্যুৎ। তার পর ইন্ডিয়ান অয়েল সংস্থাতেও কাজ করেন। পরবর্তীতে টেলিভিশনের দৌলতে অভিনয়জগতে পা রাখা। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ফিল্মি কেরিয়ারে ১২৫টি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে যেমন হিন্দি ছবি রয়েছে, তেমনই মারাঠি ভাষার সিনেমাও রয়েছে। তবে বলিউডে তিনি চেনামুখ হয়ে ওঠেন পরিচালক বিধু বিনোদ চোপড়ার হাত ধরে। কারণ তাঁর সিনেমাতেই সবথেকে বেশি দেখা গিয়েছে অচ্যুৎ পোতদারকে। তাঁর মুখে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই সংলাপ আজও জনপ্রিয়। যেখানে কলেজের শ্রেণীকক্ষে আমিরের উদ্দেশে তাঁকে বলতে শোনা গিয়েছিল- ‘কহেনা ক্যায়া চাহতে হো?’

এছাড়াও ‘আক্রোশ’, ‘অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গ্যায়া জেন্টল ম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’ থেকে ‘ভেন্টিলেটর’-এর মতো একগুচ্ছ বলিউড কমার্শিয়াল হিট ছবিতে দেখা গিয়েছে অচ্যুৎ পোতদারের অভিনয়। মঙ্গলবার তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বিনোদুনিয়ায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ