সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কিসি চিজ কো সিদ্ধত সে চাহো তো…’, ২৩ সেপ্টেম্বর, দিল্লির বিজ্ঞানভবনে ব্রহ্মাণ্ড যেন শাহরুখ খানের সেই সংলাপকেই অক্ষরে অক্ষরে ফলিয়ে দিল। তিন দশকের কেরিয়ারে এই প্রথমবার বাদশার মুকুটে যোগ হল ‘জাতীয় পালক’। মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
পরনে আদ্যোপান্ত কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে রোদচশমা। মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’-এর কাজ মাঝপথে থামিয়ে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন বাদশা। অনুষ্ঠানে প্রবেশ করেই কখনও করজোরে বন্ধু রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কুশল-মঙ্গল বিনিময় করলেন তিনি, আবার কখনও বা সঞ্চালক তাঁকে ‘কিং অফ আর্টস’ সম্বোধন করায় উড়ন্ত চুমু ছুড়ে দিলেন। সবমিলিয়ে ৭১তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানের আসরে মেজাজেই যেন ‘বাদশা’ শাহরুখ।
পয়লা আগস্টেই চলতিবারের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে বিজয়ীদের হাতে জাতীয় সম্মানের স্মারক তুলে দিলেন রাষ্ট্রপতি। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়ও। বলিউডের ‘রাহুল-টিনা’ জুটির এহেন পুরস্কারপ্রাপ্তি যেন নস্ট্যালজিয়া উসকে দিল। প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটে জাতীয় পুরস্কার টিম ‘সাম বাহাদুর’-এর ঝুলিতে।
৩৩ বছরের দীর্ঘ কেরিয়ারে অজস্র সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ। কখনও রোম্যান্টিক ‘রাহুল’ হয়ে বলেছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়।’ আবার কখনও মারকাটারি অ্যাকশনে কাঁপিয়েছেন প্রেক্ষাগৃহ। যদিও বহু অভিনেতার মতোই কেরিয়ারের একটা সময়ে বক্স অফিসে বারবার মুখ থুবড়ে পড়ছিল তাঁর সিনেমা। ‘জিরো’ ছবির পর মাঝে বছর চারেকের বিরতি নেন। আর কামব্যাক করেন একেবারে বাদশার মতোই। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’- পরপর সুপারহিট। আর ‘জওয়ানে’র হাত ধরেই এবার এল জাতীয় পুরস্কার। যেন শাহরুখের কেরিয়ারের ষোলো আনা পূর্ণ হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.