সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারচুয়াল আয়োজনেই সম্পন্ন হল ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস (78th Golden Globe Awards)। আবেগে ভাসলেন তারকারা, যখন সেরা অভিনেতার (ড্রামা) শিরোপা পেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ চ্যাডউইক বোজম্যান (Chadwick Boseman)। গত বছরের আগস্ট মাসেই কোলন ক্যানসারের কারণে মৃত্যু হয় তরুণ অভিনেতার। মরণোত্তর সম্মান গ্রহণ করেন তাঁর স্ত্রী টেলর সিমোন লেডওয়ার্ড। ‘মা রেনে’জ ব্ল্যাক বটম’ সিনেমার জন্য এই পুরস্কার পান প্রয়াত তারকা। তাঁর হয়ে সকলকে ধন্যবাদ জানান টেলর। কান্নায় ভেঙে পড়েন রেনে জেলওয়েগারের (Renée Zellweger) মতো হলিউড তারকারা।
Taylor Simone Ledward accepts the award for Best Actor in a Motion Picture, Drama on behalf of her late husband at the .
Advertisement— Golden Globe Awards (@goldenglobes)
সোমবারের এই অনুষ্ঠানে ড্রামা বিভাগে সেরা ছবির পুরস্কার পায় ফ্রান্সি ম্যাকডরম্যান্ড অভিনীত ‘নোমাডল্যান্ড’। এই ছবির জন্য সেরা পরিচালক হন চিনা বংশোদ্ভূত ক্লোই জাও। মিউজিক্যাল/কমেডি বিভাগে সেরা ছবি বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম। দেখে নেওয়া যাক বিজয়ীদের সম্পূর্ণ তালিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.