ছবি ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খাকি: দ্য বেঙ্গল চেপ্টার’-এ দারুণ অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মায়ানগরী ছেয়ে গিয়েছে তাঁর পোস্টারে। তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সিনেপ্রেমীরা। সেই চর্চার মধ্যেই ‘টলিউড ইন্ডাস্ট্রি’কে নিয়ে আরও একটি বড় খবর প্রকাশ্যে এল। কী সেই খবর? এবার হিন্দি ধারাবাহিক প্রযোজনা করতে চলেছেন প্রসেনজিৎ।
বহুদিন ধরেই বাংলা ধারাবাহিক প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সংস্থা এনআইডিয়াজের প্রযোজনার তালিকায় রয়েছে ‘মহানায়ক’, ‘আলোর কোলে’, ‘অমরসঙ্গী’র মতো জনপ্রিয় ধারাবাহিক। বর্তমানে ছোটপর্দায় চলছে তাঁর প্রযোজিত ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকটি। পাশাপাশি এবার হিন্দি ধারাবাহিকের প্রযোজক হিসাবে দেখা যাবে তাঁকে। ‘কভি নিম নিম কভি শহদ শহদ’ নামে একটি ধারাবাহিক প্রযোজনা করছেন প্রসেনজিৎ।
শোনা যাচ্ছে বাংলা টেলিভিশনের অন্যতম সফল ধারাবাহিক সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে অভিনীত ‘কথা’র হিন্দি রিমেক হতে চলেছে প্রসেনজিৎ প্রযোজিত এই নতুন মেগা। যদিও প্রসেনজিতের সংস্থার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও। জানা গিয়েছে, নতুন ধারাবাহিকটিতে অভিনয় করতে দেখা যাবে ‘কুমকুম ভাগ্য’ খ্যাত আরবার কাজি ও আফিয়া তয়বালিকে। উল্লেখ্য, বাংলা টেলিভিশনের একাধিক সফল প্রযোজক ইতিপূর্বে বলিউডে হিন্দি ধারাবাহিক প্রযোজনায় নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, সুশান্ত দাস, স্নেহাশিস চক্রবর্তী প্রমুখ। তাঁরা যথেষ্ট সাফল্যও পেয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.