Advertisement
Advertisement
Satyajit Roy

জন্মদিনে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা, টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান ‘মানিকদার সঙ্গে’

এই অনুষ্ঠানে অংশ নেবেন ধৃতিমান চট্টোপাধ্যায় ও মমতা শংকরের মতো অভিনেতারা।

A special tv programme on Satyajit ray | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 30, 2022 6:10 pm
  • Updated:May 1, 2022 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ মে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের পূর্তি। সেই উপলক্ষে টিভি ৯ বাংলার পর্দায় দেখা যাবে এক বিশেষ অনুষ্ঠান মানিকদার সঙ্গে। রবিবার রাত ১০ টায় নিউজ সিরিজে দেখা যাবে এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিই আবার দেখা যাবে সোমবার।

Advertisement

সত্যজিৎ রায়ের হাত ধরে সেলুলয়েডে উঠে এসেছে জীবন থেকে নেওয়া গল্প ও চরিত্ররা। আর সেই চরিত্রের হাত ধরেই বাংলা সিনেমার সত্যজিৎ রায় খুঁজে পেয়েছিলেন ‘পথের পাঁচালী’র করুণা বন্দ্যোপাধ্যায়, ‘অপুর সংসার’-এর শর্মিলা ঠাকুর, সৌমিত্র চট্টোপাধ্যায়, ‘জন অরণ্য’র প্রদীপ মুখোপাধ্যায়দের। আবার জহুরির চোখ ধৃতিমান চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে,বরুণ চন্দের অভিনয় ক্ষমতার তল মাপতেও ভুল করেননি।

উত্তাল সাতের দশকে মুক্তি পেয়েছিল সত্যজিতের কলকাতা ট্রিলজি ‘প্রতিদ্বন্দ্বী’, ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’। তিনটি ছবিতেই সত্যজিতের রাজনৈতিক চেতনা স্পষ্ট। যা সেই সময়কার পশ্চিমবঙ্গ বা ভারতের অন্যান্য অংশের বাম-ঘেঁষা প্রগতিশীলতার চেনা ছকে ধরা যায় না। ‘মানিকদার সঙ্গে’-তে TV9 বাংলার ক্যামেরার সামনে স্মৃতির ঝাঁপি খুলেছেন ‘প্রতিদ্বন্দ্বী’র সিদ্ধার্থ ওরফে ধৃতিমান চট্টোপাধ্যায়, ‘সীমাবদ্ধ’র শ্যামল ওরফে বরুণ চন্দ, ‘জন অরণ্য’র সোমনাথ অর্থাৎ প্রদীপ মুখোপাধ্যায়। আছেন ‘সীমাবদ্ধ’ ছবিতেই ছোট্ট চরিত্রে দিয়ে সত্যজিতের সংসারে চলে আসা দীপঙ্কর দে। রয়েছেন ফেলুদাকে নিয়ে সত্যজিতের দুই ছবিরই তোপসে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় এবং শেষ দু’টি ছবির অভিনেত্রী মমতাশঙ্কর। কেমন ছিল সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর ইউনিটের সম্পর্ক বা তাঁর সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের রসায়ন? ধৃতিমান চট্টোপাধ্যায় থেকে মমতাশঙ্কর– তুলে ধরেছেন সে সব। মানিকদার সঙ্গে কাটানো দিনগুলির কথা, সেই সব রোমাঞ্চকর বৃত্তান্ত।

[আরও পড়ুন: ‘বেলাশেষে’র পর ‘বেলাশুরু’, ফের পর্দায় প্রয়াত সৌমিত্র ও স্বাতীলেখা জুটি, দেখুন ট্রেলার]

শুধু বাবা হিসেবে নয়, তাঁকে শিক্ষক হিসেবেও নিবিড়ভাবে বছরের পর বছর দেখেছেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। TV9 বাংলায় রায়বাড়ি, ফিল্ম ইউনিটের অন্তরঙ্গ মুহূর্তগুলি সন্দীপের মুখে। পেশার সূত্রে একাধিক বার সত্যজিতের মুখোমুখি হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য। ‘মানিকদার সঙ্গে’ সমৃদ্ধ শঙ্করলালের স্মৃতি-ভাষ্য। শঙ্করলালই এই অনুষ্ঠানের ভাষ্যকার। সত্যজিৎ রায়ের সম্পর্কে অজানা গল্প শুনতে এই অনুষ্ঠান মিস করবেন না।

[আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement