ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘আমার বস’। মুক্তির পর থেকেই এই ছবি ঝোড়ো ব্যাটিং করেছে প্রেক্ষাগৃহে। এই ছবির হাত ধরেই কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার কামব্যাক করেছেন বড়পর্দায় প্রায় ২২ বছর পর।
কিংবদন্তি অভিনেত্রীর পাশাপাশি এই ছবিতে ছিলেন এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, আভেরি মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, উষশি রায়, গৌরব চট্টোপাধ্যায় প্রমুখ। বড় পর্দায় সাফল্যের পর এবার এই ছবির মুকুটে যোগ হল নয়া পালক। দেশের সেরা দশ ছবির তালিকায় জায়গা করে নিল শিবু-নন্দিতার ছবি। জি ফাইভে দ্বিতীয় স্থানে রয়েছে ‘আমার বস’। বড় পর্দার পর এই ছবির ম্যাজিক যে ওটিটিতেও দর্শকের মন জয় করেছে সে কথা বলাই বাহুল্য। শুধু তাই নয়, বাংলা ছবির জন্যও যে, এ এক ভালো দিক সেকথাও বলা বাহুল্য। এই খুশির খবর ইতিমধ্যেই উইন্ডোজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে ছবির টিম।
View this post on Instagram
উল্লেখ্য, অফিস,কর্মজীবনের পাশাপাশি পরিবার ও বয়স্ক মা বাবার দেখাশোনা করাটাও যে কতখানি গুরুত্বপূর্ণ তাও এই ছবিতে ধরা পড়েছে। মাতৃদিবসে মুক্তি পেয়েছে এই ছবি। মা ও ছেলের সম্পর্কের বুনোটই এই ছবির আধার। বই প্রকাশনা সংস্থার জাঁদরেল বস অনিমেষ গোস্বামী মা শুভ্রা গোস্বামীর কাছে একেবারে জব্দ। আর সেই ছবিই ফুটে উঠেছে ছবির ছত্রে ছত্রে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.