Advertisement
Advertisement
Aamir Khan Junaid Khan

ছেলে জুনেইদকে ‘নেপো কিড’ বলে ধমক আমিরের! আচমকাই কী হল?

জুনেইদের উপর কেন চটলেন আমির খান?

Aamir Khan Calls Son Junaid 'Nepo Kid', Roasts Himself Over Thugs of Hindostan Flop
Published by: Sandipta Bhanja
  • Posted:August 1, 2025 9:32 am
  • Updated:August 1, 2025 9:32 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বজনপোষণ ত্বত্ত্ব বলিউডে নতুন নয়! ‘নেপোটিজম-এর ঝান্ডাধারী’ বলে অহরহ কটাক্ষ শুনতে হয় বলিপাড়ার খান-কাপুর সাম্রাজ্যের সেলেব-সন্তানদের। কিন্তু তাই বলে প্রকাশ্যেই ছেলে জুনেইদ খানকে ‘নেপো কিড’ বলে কটাক্ষ করবেন আমির খান! আজ্ঞে, এমনটাই ঘটেছে সম্প্রতি।

Advertisement

কিন্তু কেন ছেলের উপর মেজাজ হারালেন মিস্টার পারফেকশনিস্ট? আসলে সম্প্রতি প্রেক্ষাগৃহ আলো করে মুক্তি পেয়েছে আমিরের ‘সিতারে জমিন পর’। বক্স অফিস সাফল্যের পাশপাশি সিনেসমালোচক থেকে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সেই সিনেমাকে এবার দেশের প্রতিটা কোণার দর্শকদের কাছে পৌঁছে দিতেই ইউটিউবে রিলিজ করার কথা ঘোষণা করেন অভিনেতা। ১০০ টাকার বিনিময়ে ঘরে বসেই আমিরের নতুন রিলিজ দেখার সুযোগ পাবেন সকলে। সেই প্রেক্ষিতেই জুনেইদ এক ফন্দি এঁটেছিল। বাড়িতে লোক ডেকে ‘সিতারে জমিন পর’ দেখাচ্ছিলেন তিনি। আর ঘরে ঢুকেই সেই দৃশ্য চাক্ষুষ করে মেজাজ হারান আমির খান। অনাহূতদের প্রশ্ন করতেই জানতে পারেন, এই বুদ্ধি আসলে জুনেইদের। এরপরই ছেলের ঘরে চড়াও হন অভিনেতা। তার পর?

জুনেইদের ঘরে ঢুকেই আমির দেখতে পান ছেলে ফিল্মি কায়দায় বাবার ছবির সংলাপ আওড়াচ্ছেন। তাঁকে বলতে শোনা যায়, আজ আমি জানতে পারলাম আপনি পুরুষ নন, মহাপুরুষ। এরপরই নিজের সিনেমা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন অভিনেতা। বলেন, “যখন যখন তুমি খুশি হয়ে আমার কাছে আবদার করেছ, সেসব পূরণ করতে গিয়ে আমাকে খেসারত দিতে হয়েছে। এই যেমন তুমি বলেছিলে- বাবা মাল্টিস্টারার সিনেমা করো। তোমার কথা শুনে ‘ঠাগস অফ হিন্দোস্তান’ বানালাম। আজ পর্যন্ত সেই সিনেমার জন্য লোকের কাছে গালিগালাজ শুনে যাচ্ছি।” এরপরই জুনেইদ বলেন, “বাবা আমি ১০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়ে তোমার ‘সিতারে জমিন পর’ সিনেমাটা ইউটিউবে রিলিজ করালাম।” ছেলের একথা শুনে এবার আরও খেপে গেলেন আমির খান। তখনই জুনেইদকে বলেন, “নিষ্কর্মা, অকম্মার ঢেকি, নেপো কিড! এটা তুই কী করলি?” আর বাক-বিতণ্ডার সেই ক্যামেরাবন্দি মুহূর্ত অভিনেতা নিজেই ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। আসলে গোটা বিষয়টাই প্রচারের স্বার্থে। আর বলিউডে মিস্টার পারফেকশনিস্ট-এর মতো প্রচার কৌশলী কে-ই বা জানেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ