Advertisement
Advertisement
Aamir Khan

দুর্দান্ত সফল ‘সাইয়ারা’, নবাগত জুটির প্রশংসায় পঞ্চমুখ আমির খান

‘সাইয়ারা’ ১৮ই জুলাই মুক্তি পেয়েছে বড়পর্দায়।

Aamir Khan congratulates team Saiyaara, praises Ahaan Panday and Aneet Padda
Published by: Arani Bhattacharya
  • Posted:July 23, 2025 5:13 pm
  • Updated:July 23, 2025 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পর থেকেই দর্শকের মন জিতে নিয়েছে মোহিত সুরির রোম্যন্টিক ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে মুক্তির দিনেই রেকর্ড ভেঙে ২০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। অহন পাণ্ডে ও অনীত পাড্ডার নতুন এই ছবি আমজনতা ও বিভিন্ন তারকাদের প্রশংসা পেয়েছে। এবার এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।

Advertisement

নিজের প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন ছবির টিমকে শুভেচ্ছা জানিয়ে আমির লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ‘সাইয়ারা’ ছবির টিমকে। এই ছবি বড়পর্দায় মুক্তির পরই এক মাইলফলক তৈরি করেছে। অহন পাণ্ডে ও অনীত পাড্ডার তাঁদের প্রথম ছবিতেই নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ কোড়ে দিয়েছেন। মোহিত সুরি তাঁর সর্বস্ব দিয়ে এই ছবি তৈরি করেছেন। এবং যশরাজ ফিল্মস এই ছবির হাত ধরে ফের বলিউডে আরও এক মাইলস্টোন তৈরি করেছে। ছবির পুরো টিমকে অনেক শুভেচ্ছা’

যশরাজ ফিল্মস ও মোহিত সুরির ছবি ‘সাইয়ারা’ ১৮ই জুলাই মুক্তি পেয়েছে বড়পর্দায়। ছবি মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পাচ্ছে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অহন পান্ডে ও অনীত পাড্ডা। ছবি মুক্তির প্রথম দিনেই ছবির ব্যবসার দিক থেকে এগিয়ে রয়েছে এই ছবি। প্রথমদিনেই এই ছবির বক্সঅফিস কালেকশন ২০ কোটি পেরিয়েছে। শুধু তাই নয় এই ছবি দেখতে রীতিমত ভিড় জমিয়েছেন হলে সিনেমা হলে দর্শক এবং ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে তাঁদের। ছবিতে অহনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছেন নবাগত অহন। ভারতীয় চলচ্চিত্র জগতে এক ইতিহাস সৃষ্টি করেছে এই ছবি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement