সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সিং চড্ডা’ (Laal Singh Chaddha) নিয়ে আমির খান কতটা আবেগপ্রবণ তা বোঝা গেল ছবি সাম্প্রতিক স্ক্রিনিংয়ে। ছবি শেষ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন অভিনেতা-প্রযোজক। তাঁকে সামলান দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী (Chiranjeevi)। বিশেষ সেই মুহূর্ত তিনিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
জাপানের বিমানবন্দরে ‘লাল সিং চড্ডা’র এই স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। আমির খান (Aamir Khan) ছাড়াও সেখানে ছিলেন এসএস রাজামৌলি, নাগার্জুন, নাগা চৈতন্য এবং রামচরণ। স্ক্রিনিংয়ের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চিরঞ্জীবী। সেখানে সিনেমাটি দেখানো হয়। সিনেমার শেষে আমিরকে প্রশংসায় ভরিয়ে দেন দক্ষিণী তারকারা। সে সময়ই বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আবেগের বশে কেঁদে ফেলেন।
Fascinating how a chance meeting & a little chat with my dear friend airport – Japan, few years ago led to me becoming a part of his dream project
Thank You for the exclusive preview at my home.Heartened by your warm warm gesture!
— Chiranjeevi Konidela (@KChiruTweets)
১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস (Tom Hanks) অভিনীত আমেরিকান ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর (Forrest Gump) অফিশিয়াল রিমেক ‘লাল সিং চড্ডা’। ২০১৯ সালের ৩১ অক্টোবর ছবির শুটিং শুরু করেন আমির। মাঝে করোনা সংকটের কারণে বেশ কিছুদিন শুটিং বন্ধ রাখতে হয়। নিউ নর্মালে ফের ছবির শুটিং শুরু হয়। সন্তানসম্ভবা অবস্থাতেই ছবির শুটিং শেষ করেছেন করিনা। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ছবির শুটিং শেষ হয়।
‘লাল সিং চড্ডা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য। বাবলুর ভূমিকায় দেখা যাবে তাঁকে। আগামী ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে আমিরের এই ড্রিম প্রজেক্ট। আর তার তেলুগু ভার্সানটির নিবেদক হচ্ছেন চিরঞ্জীবী।
Feel very privileged to present the Telugu version of my dear friend ‘s wonderful emotional roller coaster
Our Telugu audiences are surely going to love him !
— Chiranjeevi Konidela (@KChiruTweets)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.