Advertisement
Advertisement
Aamir Khan

সিনেমায় সেন্সরের কাঁচি! দর্শকের পাতে সত্যি পরিবেশনের জন্য এবার ইউটিউব চ্যানেল খুললেন আমির

পর পর ফ্লপ সিনেমা, তাই কি এবার ইউটিউব চ্যানেলে মন আমিরের?

Aamir Khan Launches His YouTube Channel 'Aamir Khan Talkies'
Published by: Sandipta Bhanja
  • Posted:March 26, 2025 8:43 pm
  • Updated:March 26, 2025 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষাট বছর বয়সে আমির খানের জীবনে নতুন বসন্তের ছোঁয়া। প্রেমে পড়েছেন। মন দিয়েছেন লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে শতহস্ত দূরে থাকা গৌরী স্প্র্যাটকে। তবে বর্তমানে শোনা যাচ্ছে, তিনি নাকি মিস্টার পারফেকশনিস্টের প্রযোজনা সংস্থার কাজেও যোগ দিয়েছেন। তাঁর হাত ধরেই কি নতুন চমক দিলেন আমির?

তিন দশকের কেরিয়ারে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন আমির খান। দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন তিনি। সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতেই এবার নতুন ইউটিউব চ্যানেল খুলে ফেললেন আমির। মিস্টার পারফেকশনিস্টের চ্যানেলের নাম ‘আমির খান টকিজ’। কীরকম কন্টেন্ট থাকবে সেখানে? সেকথাও জানিয়েছে তাঁর প্রযোজনা সংস্থা। আমিরের টিমের তরফ থেকে বলা হয়েছে, সিনেমা তৈরির নেপথ্যে যেসব হাসি-কান্না, কঠোর পরিশ্রমের মুহূর্ত থাকে, সেগুলোই সোজাসাপটাভাবে তুলে ধরা হবে ইউটিউব চ্যানেলে। দর্শক-অনুরাগীরা দেখতে পাবেন ক্যামেরার নেপথ্যের সব কর্মকাণ্ড। শুধু তাই নয়, ভবিষ্যতে তাঁদের সিনেমার কোনও দৃশ্য যদি সেন্সরের কোপে পড়ে, সেই ‘আনফিল্টারড’ দৃশ্যও যে ‘আমির খান টকিজে’ দেখা যেতে পারে, তেমন ইঙ্গিতও মিলেছে।

আসলে আমিরের শৈল্পিক সত্ত্বা বরাবরই বহমান। নিজেকে কোনওদিন একটা ভূমিকায় আবদ্ধ রাখেননি তিনি। কখনও অভিনেতা হিসেবে দর্শকদের হাসিয়েছে, কাঁদিয়েছেন আবার কখনও বা তাঁর নব্বইয়ের দশকের রোম্যান্টিক হিরো ইমেজ তরুণীদের মনে হিল্লোল তুলেছে। তেমনই আবার ‘দঙ্গল’ ছবিতে প্রৌঢ় কুস্তিগিরের ভূমিকায় তাক লাগিয়ে দিয়েছেন। যে সিনেমা বক্স অফিসের প্রেক্ষিতে বলিউডে ইতিহাস তৈরি করে দিয়েছে। এখনও পর্যন্ত আয়ের অঙ্ক টপকাতে পারেনি আর কোনও খান কিংবা কাপুররা। এবার সিনেমা সংক্রান্ত নিজের সেসব অভিজ্ঞতা নিয়েই ইউটিউব চ্যানেল খুলে ফেললেন আমির খান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement