সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না আমির খানের (Aamir Khan)। মিস্টার পারফেকশনিস্টের শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে সেসব অতীত ভুলে ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par) ছবি দিয়েই দর্শকদের মনের জমিনে ফের জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছিলেন আমির। কিন্তু কোথায় কী! ছবি মুক্তির আগেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন তিনি। আর এবার তো রীতিমতো নেটদুনিয়ায় ট্রোলড হতে হল অভিনেতাকে!
ব্যাপারটা তাহলে খোলসে করে বলা যাক। বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আমিরের ছবি ‘সিতারে জমিন পর’। হাস্যরসের মধ্যেই নাকি আলাদা এক বার্তা দেওয়া হবে এই ছবির মাধ্যমে। তবে ভারত-পাক সংঘাতের আবহে আমিরের তুরস্ক সফরের পুরনো ছবি নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। সেই ছবি পুরনো হলেও নেটপাড়ার রোষের মুখে পড়েছেন আমির। আর এসবের জেরেই মূলত ‘সিতারে জমিন পর’ ছবি বয়কটের ডাক ওঠে। এই বিতর্কে যদিও আমিরের পাশে দাঁড়িয়েছেন আরেক অভিনেতা সুনীল শেট্টি। কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ছবিকে ঘিরে। শোনা যাচ্ছে, বড়পর্দার পর নাকি কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না এই ছবি। নেটফ্লিক্স, আমাজন বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের বদলে নাকি এই ছবি শুধুমাত্র আসবে ইউটিউবে। আর তাতেই নাকি বেজায় চটেছেন দর্শক।
Aamir Khan: I will release Sitaare Zameen Par on YouTube
Netflix, Prime, Jio: OTTeri!
— Gaurav (@MildlyClassic)
পে-পার ভিউ অনুযায়ী, এই ছবি দেখতে পাবেন দর্শক। অর্থাৎ সেখানেও আলাদা খরচের বিষয় থেকেই যায়। সাধারণত, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে নির্দিষ্ট টাকার সাবস্ক্রিপশনের বদলে যেকোনও সিনেমা বা সিরিজ দেখতে পান দর্শকরা। কিন্তু এক্ষেত্রে খরচ পড়বে আলাদা করে। আর তাতেই বিরক্ত সিনেপ্রেমীরা।
তবে এই খবরে আমিরকে ট্রোল করতেও ছাড়েনি নেটিজেনদের একাংশ। কেন এই ছবি নির্দিষ্ট সাবস্ক্রিপশনের বদলে দেখা যাবে না, এই নিয়ে প্রশ্ন তুলছে নেটপাড়া। আমিরের ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল হল ‘সিতারে জমিন পর’। এই ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করবেন দর্শিল সাফারি ও জেনেলিয়া ডি’সুজা। আগামী মাসে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.