Advertisement
Advertisement
Aamir Khan

আমির খানের নামের সঙ্গে জুড়ল মেঘালয়ের ‘হানিমুন মার্ডার’ কাণ্ড! মুখ খুললেন বলিউড সুপারস্টার

কী জানালেন মিস্টার পারফেকশনিস্ট?

Aamir Khan Reacts To Rumours Of Making Film On Meghalaya Murder Case
Published by: Sandipta Bhanja
  • Posted:July 22, 2025 4:42 pm
  • Updated:July 22, 2025 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিটাউনে জোর জল্পনা, আমির খান নাকি মেঘালয়ের রোমহর্ষক ‘হানিমুন হত্যাকাণ্ড’ নিয়ে সিনেমা বানাতে চলেছেন! তাঁর ছবি একাধিকবার বাস্তব ঘটনার সিনেদলিল হয়ে থেকেছে। সিনেমার মাধ্যমে সামাজিকবার্তা কিংবা সচেতনতার প্রচার করতে মিস্টার পারফেকশনিস্ট-এর জুড়ি মেলা ভার, সেকথা সকলেরই জানা। এবার শোনা গেল, আমির নাকি ‘খুনি বউমা’ সোনমের খোঁজখবর নিচ্ছেন। মধুচন্দ্রিমা মার্ডারের রোমহর্ষক গল্প পর্দায় নিয়ে আসার জন্য একপ্রকার আদা-জল খেয়ে মাঠে নেমে পড়েছেন। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে বিয়ের মাত্র দিন দুয়েকের মাথায় স্বামীকে খুন করে দেহ লোপাট! গত জুন মাসে নবপরিণীতার কাণ্ড শুনে শিউড়ে উঠেছিল গোটা দেশ। এবার সেই সিনেমাকেই নাকি বলিপর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেতা-প্রযোজক। সত্যিই কি তাই?

Advertisement

জল্পনা নিয়ে মুখ খুললেন আমির খান খোদ। এক বলিউড সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে সুপারস্টার জানিয়েছেন, “এটা একেবারে ভুয়ো খবর। ভিত্তিহীন। আমি নিজেই জানি যে, কোথা থেকে এমন জল্পনার সূত্রপাত।” কিন্তু গুঞ্জন বলছে অন্য কথা। কীরকম? সূত্রের খবর, ‘মেঘালয় মার্ডার’ নিয়ে বেশ পড়াশোনা করছেন আমির খান। সোনম-রাজা রঘুবংশীকে নিয়ে নিত্যদিন খবরের কাগজ, নানা তথ্য ঘাঁটছেন। এমনকী ঘনিষ্ঠবৃত্তেও এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন তিনি! আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত, অদূর ভবিষ্যতে হয়তো আমিরের প্রযোজনা সংস্থার তরফে মেঘালয়ের ‘হানিমুন মার্ডার’ নিয়ে কোনও ঘোষণা হতে পারে। যদিও আমির খান এই গুঞ্জনযজ্ঞে জল ঢেলে দিয়ে সাফ জানিয়েছেন, এরকম কোনও পরিকল্পনা আপাতত তাঁর নেই।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খান অভিনীত তথা প্রযোজিত ‘সিতারে জমিন পর’। যে ছবি দেখে সিনেসমালোচক থেকে দর্শক, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। হাততালি এসেছে রাজনৈতিক ময়দান থেকেও। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে দিয়েছে ‘সিতারে জমিন পর’। এই সিনেমার হাত ধরেই যে আট বছরের অভিশপ্ত কেরিয়ারের ফাঁড়া কাটালেন আমির, তা বললেও অত্যুক্তি হয় না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement