Advertisement
Advertisement
Dangal

‘দঙ্গল’ থেকে বাদ দিতে হবে তেরঙ্গা ওড়ার দৃশ্য! ‘আজব দাবি’ উড়িয়ে পাকিস্তানে ছবিই রিলিজ করেননি আমির

সবশুদ্ধ ২০০০ কোটি টাকার ব্যবসা করে নজির গড়েছিল 'দঙ্গল'।

Aamir Khan reveals he said 'no' to Pakistan release of Dangal
Published by: Biswadip Dey
  • Posted:June 15, 2025 12:32 pm
  • Updated:June 15, 2025 12:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল দেশে নয়, গোটা বিশ্বে হইহই ফেলে দিয়েছিল আমির খানের ‘দঙ্গল’। সবশুদ্ধ ২০০০ কোটি টাকার ব্যবসা করে ভারতের সর্বকালের অন্যতম বাণিজ্যসফল ছবি হয়ে উঠেছিল ছবিটি। কিন্তু ছবিটি পাকিস্তানে মুক্তি পায়নি। কেন ছবিটি পড়শি দেশে রিলিজ করা হয়নি, সম্প্রতি সেবিষয়ে মুখ খুলেছেন খোদ আমির। জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের ‘আবদার’ ছিল ছবি থেকে ভারতের জাতীয় পতাকার দৃশ্য বাদ দিতে হবে। রাখা যাবে না ‘জনগণমন’ বেজে ওঠার দৃশ্যটিও। আর এতেই রাজি না হয়ে ছবিটি ইসলামাবাদে না চালানোর সিদ্ধান্ত নিয়ে নেন আমির।

এক টক শোয় অংশ নিয়েছিলেন আমির। সেখানেই উঠে আসে এই প্রসঙ্গ। তারকা অভিনেতাকে বলতে শোনা যায়, ”দঙ্গল যখন মুক্তি পাওয়ার জন্য একদম রেডি, ডিজনি ছবিটা পাক সেন্সর বোর্ডকেও দেখায়। ওরা আমাদের টিমকে বলে ক্লাইম্যাক্সে ভারতীয় পতাকা ওড়া এবং জাতীয় সঙ্গীত বাজার দৃশ্য বাদ না দিলে ছবিটা পাকিস্তানে মুক্তির অনুমতি দেওয়া হবে না। একথা শোনার এক মুহূর্তের মধ্যেই আমি আমার টিমকে স্পষ্টবলি আমরা পাকিস্তানে ছবিটা রিলিজই করব না। ওরা অবশ্য বলছিল এটা ছবির ব্যবসায় প্রভাব ফেলতে পারে। কিন্তু আমি জবাবে বলি আমাদের জাতীয় পতাকা ও সঙ্গীত ছবি থেকে বাদ দেওয়ার কথা যে বলবে তাকে নিয়ে আমার কোনও আগ্রহ থাকতে পারে না।”

এদিকে আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে আমিরের নতুন ছবি ‘সিতারে জমিন পর’। মুক্তির আগে থেকেই ছবি ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। দর্শকের রোষের মুখে পড়েছে এই ছবি। বিশেষ ভাবে সক্ষমদের নিয়েই তৈরি হয়েছে ছবিটি। আর তার ট্রেলার দেখার পর থেকেই এক অসন্তোষ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ছবি বয়কটের ডাকও দেওয়া হয়েছে। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘তারে জমিন পর’। সেই ছবিরই সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। এই ছবির পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন শঙ্কর, এহসান, লয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement