শম্পালি মৌলিক: এবার বাংলায় দেখা দেবেন আমির খান? আপাতত এই জল্পনাই বঙ্গ বিনোদনের দুনিয়ায়। তবে সশরীরে এরাজ্যে আসছেন না ‘মিস্টার পারফেকশনিস্ট’। জানা যাচ্ছে, জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শোয়ের রথযাত্রার বিশেষ পর্বে লাইভ সম্প্রচারের মাধ্যমে তাঁকে দেখা যাবে।
সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হয় ‘ডান্স বাংলা ডান্স’-এর পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। তিনি বলেন, ”আমির খান ওঁর নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর প্রমোশনের জন্য ‘ডান্স বাংলা ডান্স’-এ আসছেন। তবে উনি এখানে আসছেন না। মুম্বই থেকেই লাইভে যুক্ত হয়েছিলেন।”
কিন্তু কেন হঠাৎ এই অনুষ্ঠানটিকেই বাছলেন আমির? এপ্রসঙ্গে অভিজিৎ বলছেন, ”প্রথমত উনি এমজি তথা মহাগুরুর (মিঠুন চক্রবর্তী) আশীর্বাদ চাইছেন। তাছাড়া ডান্স বাংলা ডান্স একটা পায়োনিয়ার শো। তাই এই প্রথম কোনও বাংলা রিয়্যালিটি শোয়ে তিনি আসতে চেয়েছেন।” শুটিংও হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আগামী শনিবার ও রবিবার রাত সাড়ে ৯টায় দেখা যাবে ওই পর্ব। আমিরকে সেখানে বাংলা বলতেও দেখা যাবে। জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক, এমন প্রার্থনাও করবেন সুপারস্টার।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি ‘তারে জমিন পর’। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। এবার মুক্তি পাচ্ছে ছবির সিক্যুয়েল। আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে আমিরের এই নতুন ছবি। সাম্প্রতিক অতীতে আমিরের কোনও ছবিই সাড়া ফেলতে পারেনি। এবার এই ছবিটিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। এই পরিস্থিতিতে এবার ‘ডান্স বাংলা ডান্স’-এ আমির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.