Advertisement
Advertisement
Two Much With Kajol And Twinkle

কাজল-টুইঙ্কলের ‘বন্য রসিকতা’য় নাস্তানাবুদ আমির-সলমন! হাঁড়ির খবর জানতে কী ‘ফন্দি’ দুই নায়িকার?

কাজল-টুইঙ্কল 'প্রশ্নবাণের তালিকা'য় আর কোন তারকারা?

Aamir-Salman in Two Much With Kajol And Twinkle
Published by: Sandipta Bhanja
  • Posted:September 15, 2025 7:42 pm
  • Updated:September 15, 2025 7:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজলের হাত ধরে বলিউড কেরিয়ারে নতুন ইনিংস শুরু করলেন টুইঙ্কল খান্না! বন্ধুদের আড্ডা হোক কিংবা বলিউডের হাইপ্রোফাইল পার্টি, এই দুই অভিনেত্রীকে সাধারণত এড়িয়েই চলেন বাকিরা। কারণ, রসিকতার ছলে বেফাঁস মন্তব্য করে বিপক্ষকে নাস্তানাবুদ করতে কাজল-টুইঙ্কলের জুড়ি মেলা ভার। বিতর্ক এড়াতে তাই অনেকেই তাঁদের মুখোমুখি হন না! তবে এবার দুই নায়িকার কাছে ছাড় পাবেন না বলিউডের খান-কাপুররাও। কারণ নতুন ‘টক শো’ নিয়ে হাজির হচ্ছেন কাজল-টুইঙ্কল। সোমবার সেই শোয়ের পয়লা ঝলক মুক্তি পেতেই নেটভুবনে শোরগোল। যেখানে দেখা গেল, দুই অভিনেত্রীর ‘বন্য রসিকতা’র জেরে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ পরিস্থিতি আমির-সলমনের।

Advertisement

শোয়ের নাম- ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’। ‘টু মাচ’ই বটে! কেন? তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কাজল বলেন, “টুইঙ্কলের সঙ্গে দেখা হলেই আমরা পুরনো দিনের কথা বলা শুরু করি। আর আমরা যখনই কথা বলি, একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না! এখান থেকেই আসলে শোয়ের নাম ‘টু মাচ’ রাখার ভাবনাটা এসেছে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে আমরা যা করি, সেটাই দর্শক দেখতে পাবেন এই শোয়ে। পাশাপাশি কাজল স্পষ্ট জানিয়ে দিলেন যে, এই টক শো চিত্রনাট্য নির্ভর নয়। এখানে সংলাপ আওড়ানোর সুযোগ পাবেন না তারকারা।” এই শোয়ের অতিথি জোগাড় করার নেপথ্যেও নাকি মজার সব ঘটনা রয়েছে। সেটা কেমন? টুইঙ্কল ফাঁস করলেন, “ইন্ডাস্ট্রির যারা আমাদের বন্ধু নয়, বলে নিজেদের দাবি করে, তাদেরকেও ফোন করে শোয়ে আসার আমন্ত্রণ জানিয়েছি আমরা। কেমন যেন ইনস্যুরেন্স এজেন্ট, টেলিকলারদের মতো আচরণ করে ফেলছি! যাঁরা ‘হ্যাঁ’ বলেছে, তাঁদেরকেই শোয়ে নিয়ে এসেছি।”

অতিথি তালিকার শীর্ষে রয়েছে আমির খান, সলমন খানদের নাম। এছাড়াও একেক পর্বে কাজল-টুইঙ্কলের শোয়ের অতিথি হিসেবে দেখা যাবে, ভিকি কৌশল, চাঙ্কি পাণ্ডে, গোবিন্দা, আলিয়া ভাট, কৃতি স্যানন-সহ আরও অনেককে। এবার শুধু কাজল আর টুইঙ্কলের প্রশ্নবাণে কফি সহযোগে বলিউডের ‘বেডরুম সিক্রেট’ থেকে তারকাদের ‘অন্দর কি বাত’ ফাঁস হওয়ার অপেক্ষামাত্র! ট্রেলারেই দেখা গেল, আমির-সলমনের সঙ্গে দুই অভিনেত্রীর রসিক পর্বের ঝলক! যেখানে ভাইজানের গালে চুম্বন করছেন মিস্টার পারফেকশনিস্ট। অ্যামাজন প্রাইম ভিডিওতে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement