সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি করায় ভারতীয়দের রোষে দিলজিৎ দোসাঞ্ঝ। ক্ষমা চেয়েও লাভ হয়নি কিছুই। এই পরিস্থিতিতে দিলজিতের বিরুদ্ধে সরব গায়ক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় পাঞ্জাবি গায়ক-অভিনেতাকে কটাক্ষ তাঁর।
অভিজিৎ বন্দ্য়োপাধ্যায় সম্প্রতি ইনস্টাগ্রামে দিলজিতের একটি ভিডিও শেয়ার করেন। যাতে পাঞ্জাবি গায়ক-অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, “কিসিকে বাপ কা হিন্দুস্তান থোরি হ্যায়?” যার বাংলা তর্জমা করলে হয়, “ভারত কারও বাবার নাকি?” ওই বক্তব্যের পরেই অভিজিৎকে বলতে শোনা গিয়েছে, “হিন্দুস্তান হামারে বাপ কা হ্যায়…হিন্দুস্তান হামারে বাপ কে বাপ কে বাপ কে পূর্বজ কা হ্যায়।” যার বাংলা তর্জমা করলে হয়, “ভারত আমাদের বাবা, চোদ্দ পুরুষের।” সব শেষে ভারতের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অভিজিৎকে। সঙ্গে ‘সারে জাঁহা সে আচ্চা’ গান শোনা গিয়েছে। এই ভিডিও সোশাল মিডিয়ায় যেন বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা আরও একবার দিলজিতের নিন্দায় সরব।
প্রসঙ্গত, গত কয়েকবছর নিজের কাজের মাধ্যমে আমজনতার মন জয় করে নিয়েছেন দিলজিৎ। ২০২৪ সালে গায়ক তথা অভিনেতা ইমতিয়াজ আলির ‘অমর সিং চামকিলা’য় নামকরা পাঞ্জাবি শিল্পীর চরিত্রে অভিনয় করেন। একই বছরে ভারতের বাইরে সর্বকালের বৃহত্তম পাঞ্জাবি শো করেন। চলতি বছরে মেট গালায় অংশ নেন ‘সর্দারজি’। যা সকলের মন কেড়েছে। তবে পাঞ্জাবি সঙ্গীত শিল্পী দিলজিৎ বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনও গানে মাদকদ্রব্যের নাম ব্যবহার করে আইনি জটে জড়িয়েছেন। ‘পাঞ্জাব ৯৫’ নামে ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেন্সর বোর্ডের জটিলতায় তা মুক্তি পায়নি। পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনে সংগঠকদের তরফে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। ভারতে কনসার্ট, অভিনেতা সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ও পাসপোর্ট বাতিলেরও দাবি করা হয়েছে। যদিও বিতর্ক নিয়ে ইতিমধ্যে মুখ খোলেন দিলজিৎ। ছবিটি শুটিংয়ের সময় পরিস্থিতি অন্যরকম ছিল বলেই দাবি দিলজিৎ দোসাঞ্ঝের। তবে তাতেও লাভ হয়নি কিছুই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.